রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০০:৩৫
প্রতীকী ছবি

রাজবাড়ী, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় খলিলুর রহমান ওরফে খুলু শেখ হত্যা মামলার প্রধান আসামি মো. মিরাজ শেখকে (২৭) আজ সোমবার গ্রেফতার করেছে সিআইডি। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২২ সালের ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছোট ভাকলা ইউনিয়নের চর মৌকুড়ী গ্রামের কাদেরিয়া মসজিদের পাশে খলিলুর রহমান (৬০) অজ্ঞাত ব্যক্তিদের হাতে খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম পরদিন গোয়ালন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে থানা পুলিশ তদন্ত শুরু করলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে ২০২২ সালের ১৩ জুন মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্ত কার্যক্রমের পর এ মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে। অবশেষে সিআইডি রাজবাড়ীর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে প্রধান সন্দিগ্ধ আসামি মিরাজ শেখকে আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারের পর মিরাজ শেখকে রাজবাড়ী আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নতুন মন্ত্রিসভা গঠন করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট 
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
১০