রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০০:৩৫
প্রতীকী ছবি

রাজবাড়ী, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় খলিলুর রহমান ওরফে খুলু শেখ হত্যা মামলার প্রধান আসামি মো. মিরাজ শেখকে (২৭) আজ সোমবার গ্রেফতার করেছে সিআইডি। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২২ সালের ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছোট ভাকলা ইউনিয়নের চর মৌকুড়ী গ্রামের কাদেরিয়া মসজিদের পাশে খলিলুর রহমান (৬০) অজ্ঞাত ব্যক্তিদের হাতে খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম পরদিন গোয়ালন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে থানা পুলিশ তদন্ত শুরু করলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে ২০২২ সালের ১৩ জুন মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্ত কার্যক্রমের পর এ মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে। অবশেষে সিআইডি রাজবাড়ীর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে প্রধান সন্দিগ্ধ আসামি মিরাজ শেখকে আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারের পর মিরাজ শেখকে রাজবাড়ী আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা 
দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব
চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সড়ক পরিবহন সচিব
এনসিপির নিবন্ধনের সাথে শাপলা প্রতীক দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১০