রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০০:৩৫
প্রতীকী ছবি

রাজবাড়ী, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় খলিলুর রহমান ওরফে খুলু শেখ হত্যা মামলার প্রধান আসামি মো. মিরাজ শেখকে (২৭) আজ সোমবার গ্রেফতার করেছে সিআইডি। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২২ সালের ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছোট ভাকলা ইউনিয়নের চর মৌকুড়ী গ্রামের কাদেরিয়া মসজিদের পাশে খলিলুর রহমান (৬০) অজ্ঞাত ব্যক্তিদের হাতে খুন হন। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম পরদিন গোয়ালন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রথমে থানা পুলিশ তদন্ত শুরু করলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে ২০২২ সালের ১৩ জুন মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্ত কার্যক্রমের পর এ মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি আসে। অবশেষে সিআইডি রাজবাড়ীর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে প্রধান সন্দিগ্ধ আসামি মিরাজ শেখকে আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারের পর মিরাজ শেখকে রাজবাড়ী আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০