ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দেশটির সামরিক অ্যাকাডেমি ও ওয়ার কলেজগুলোর পাঠাগারে থাকা বিভিন্ন বই ও শিক্ষাসামগ্রীতে 'বিভেদমূলক ধারণা' রয়েছে কি না, তা চিহ্নিত ও আলাদা করে রাখতে শুক্রবার নির্দেশ দিয়েছে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, এই নির্দেশনার আওতায় বৈচিত্র্য, বর্ণবাদবিরোধিতা ও ট্রান্সজেন্ডার সংক্রান্ত বিষয়বস্তুবিশিষ্ট সব উপকরণ খতিয়ে দেখা হবে। এটি সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বহুত্ববাদবিরোধী পদক্ষেপের সর্বশেষ দৃষ্টান্ত, যা এরই মধ্যে আফ্রিকান আমেরিকান বীর টাস্কিগি এয়ারম্যানদের নিয়ে লেখা প্রবন্ধসহ বিপুলসংখ্যক নথি ও চিত্র তাদের ওয়েবসাইট থেকে সরানোর সিদ্ধান্তে পরিণত হয়েছে।
প্রতিরক্ষা দপ্তরের এক স্মারকে বলা হয়,
'বিভেদমূলক ধারণা ও জেন্ডার মতাদর্শকে উৎসাহিত করে এমন শিক্ষাসামগ্রী প্রতিরক্ষা দপ্তরের মূল দায়িত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয়।'
স্মারকটিতে সিনিয়র সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের বলা হয়েছে- 'এই ধরনের উপকরণ দ্রুত শনাক্ত করে সেগুলো আলাদা করে রাখতে হবে এবং পরবর্তীতে পর্যালোচনা করে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।'
স্মারকের সঙ্গে সংযুক্ত তালিকায় যেসব শব্দ বা ধারণা অনুসন্ধানের জন্য ব্যবহৃত হবে, তার মধ্যে রয়েছে: ‘অ্যাফার্মেটিভ অ্যাকশন, অ্যালিশিপ, অ্যান্টি-রেসিজম — ইউনাইটেড স্টেটস, ক্রিটিক্যাল রেস থিওরি, ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, জেন্ডার ননকনফর্মিটি, জেন্ডার ট্রানজিশন, ট্রান্সজেন্ডার পিপল — ইউনাইটেড স্টেটস’ প্রভৃতি।
স্মারকে আরও বলা হয়, 'বিশ্লেষণকারী প্যানেল সংশ্লিষ্ট শিক্ষাবিদ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও গ্রন্থাগার পেশাজীবীদের নিয়ে গঠিত হবে। তারা উপকরণগুলো পর্যালোচনা করে এগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করবেন।'
এছাড়া, শুক্রবার আলাদা এক স্মারকে প্রতিরক্ষা দপ্তরের প্রধান পিট হেগসেথ নির্দেশ দিয়েছেন,
সামরিক বিভাগগুলোর সচিবরা আগামী ৩০ দিনের মধ্যে প্রত্যয়ন করবেন যে, দেশটির সামরিক অ্যাকাডেমিগুলোতে ভর্তির ক্ষেত্রে জাতি, জাতিগত পরিচয় বা লিঙ্গ বিবেচনায় আনা হবে না।
তিনি লিখেছেন—'ভর্তির সিদ্ধান্ত হবে সম্পূর্ণভাবে যোগ্যতার ভিত্তিতে।'