রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী প্রার্থীর জয়ের সম্ভাবনা 

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৫:১৫

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় জয়লাভের পর, রোমানিয়ার কট্টর-ডানপন্থী প্রার্থী জর্জ সিমিওন এই সপ্তাহের শেষে অনুষ্ঠেয় দ্বিতীয় দফায়ও জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।

বুখারেস্ট থেকে এএফপি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভক্ত সিমিওন প্রথম রাউন্ডে প্রত্যাশার চেয়েও ভালো করেছেন। ৪ মে তিনি ৪০.৯ শতাংশ ভোট পেয়েছেন।

এখন পর্যন্ত প্রকাশিত একমাত্র জরিপ অনুসারে, ৩৮ বছর বয়সী এই প্রার্থী রোববারের ভোটে প্রায় ৫৫ শতাংশ ভোট পাবেন বলে মনে করা হচ্ছে।

বুখারেস্টের মধ্যপন্থী মেয়র নিকুসর ড্যান তার চেয়ে অনেক পিছিয়ে আছেন।

১ কোটি ৯০ লাখ জনসংখ্যার ইউরোপীয় ইউনিয়নভূক্ত ও ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য দেশটিতে নভেম্বরে অনুষ্ঠিত ভোট বাতিলের বিরল ঘটনায় এই ভোটগ্রহণ আন্তর্জাতিক ভাবে নিবিড় পর্যবেক্ষণ করা হবে।

পোলিং সংস্থা আইএনএস সিওপি রিসার্চের পরিচালক রেমাস স্টেফিউরিয়াক এএফপিকে বলেন, ‘সিমিয়ন স্পষ্টতই ফেভারিট।’

যদি তিনি প্রেসিডেন্ট হন, তাহলে সিমিয়ন সাবেক কট্টর-ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী ক্যালিন জর্জেস্কুকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ‘ক্ষমতায়’ আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

সিমিয়নের জাতীয়তাবাদী অ্যালাইয়েন্স ফর দ্য ইউনিয়ন অব রোমানিয়ানস (এইউআর) দল সরকারে যোগ দিতে  পারে।

প্রবাসী ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তার কারণে তিনি ‘প্রথম রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণ ভোট’ পেয়েছেন।

এক বিশাল টিকটক প্রচারণার পর ২৪ নভেম্বরের ভোটে অপ্রত্যাশিতভাবে তার সহযোগী কট্টর-ডানপন্থী রাজনীতিবিদ জর্জেস্কু অপ্রত্যাশিতভাবে শীর্ষে ছিলেন। তবে, রাশিয়ার হস্তক্ষেপের দাবিতে সেই নির্বাচন বাতিল করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবির কলা ভবন সংলগ্ন রাস্তা ও লিফট সংস্কারের কাজ পরিদর্শনে উপাচার্য
সিলেটে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু
মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের পথে ট্রাম্প
মার্কিন-ইসরাইলি নাগরিক এদান আলেকজান্ডারকে মুক্তি দেওয়র দাবি হামাসের
যুদ্ধবিরতি নিয়ে ইউরোপীয় নেতাদের ‘আল্টিমেটাম’ প্রত্যাখ্যান ক্রেমলিনের
মানবসেবার মন-মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
চার দশকের সশস্ত্র সংগ্রামের সমাপ্তি টানল পিকেকে, সংগঠন বিলুপ্ত ঘোষণা
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজের প্রশংসা করেছেন আরএফকে প্রতিনিধিদল
বড় সাফল্য পেতে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দৃষ্টি লিটনের
দুই খালাকে হত্যার ঘটনায় ভাগ্নে গ্রেফতার
১০