ইন্দোনেশিয়ায় বিস্ফোরণে ৯ বেসামরিকমহ ১৩ জন নিহত

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ২০:১০
প্রতীকী ছবি

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার সেনাবাহিনী বাতিল গোলাবারুদ ধ্বংস করার সময় সংঘটিত এক বিস্ফোরণে সোমবার অন্তত ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ইন্দোনেশিয়ার বানদুং থেকে এএফপি জানায়, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে পশ্চিম জাভা প্রদেশের গারুত জেলায়, রাজধানী জাকার্তা থেকে প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দূরে।

সেনাবাহিনীর মুখপাত্র ওয়াহ্যু ইউধায়ানা জানান, ‘বিস্ফোরক গর্তে ফেলার সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে। এতে ১৩ জন নিহত হন।’

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এর আগে দুটি ব্যাচের গোলাবারুদ সফলভাবে ধ্বংস করা হয়, তবে তৃতীয় দফায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে চারজন সেনাসদস্য ছিলেন বলেও জানান তিনি। তবে বিস্ফোরণের সময় সেখানে বেসামরিক লোকজন কেন উপস্থিত ছিলেন, তা স্পষ্ট নয়।

সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলটি তারা এর আগেও একাধিকবার গোলাবারুদ ধ্বংসের কাজে ব্যবহার করেছে।

মুখপাত্র ইউধায়ানা বলেন, ‘আমরা এই ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্ত করব।’

উল্লেখ্য, গত বছরও জাকার্তার উপকণ্ঠে একটি সামরিক গোলাবারুদ গুদামে একাধিক বিস্ফোরণ ঘটে। সেসময় আগুন ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার
রাশিয়া-ইউক্রেন বৈঠকে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
রাজুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন ছাত্রদল, বাগছাস ও ছাত্র ইউনিয়ন
রাজশাহীতে পুলিশের অভিযানে ৭৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার
শেয়ারবাজারের সূচক টানা বাড়ছে
জুলাই কন্যাদের সাহসিকতা শেখায় কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়: শারমীন এস মুরশিদ
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে : আলী রীয়াজ
১০