যুদ্ধবিরতি নিয়ে ইউরোপীয় নেতাদের ‘আল্টিমেটাম’ প্রত্যাখ্যান ক্রেমলিনের

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ২১:৫৩

ঢাকা, ১২ মে, ২০২৫ ( বাসস) : ইউক্রেনের সঙ্গে সোমবার থেকে ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করতে  ইউরোপীয় নেতাদের রাশিয়াকে দেওয়া ‘আল্টিমেটাম’ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।

সোমবার ক্রেমলিন জানিয়েছে, তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে ইউরোপীয় নেতাদের দেওয়া ‘আল্টিমেটাম’ মানবে না।

ক্রেমলিন থেকে এএফপি জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কে ভøাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত বৈঠকের যে আহ্বান জানিয়েছেন, সে ব্যাপারেও সাড়া দেয়নি ক্রেমলিন।

কিয়েভ ও এর ইউরোপীয় মিত্ররা আজ সোমবার থেকে ৩০ দিনের সর্বত্র ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু পুতিন ১৫ মে ইস্তাম্বুলে সরাসরি রাশিয়া-ইউক্রেন আলোচনার প্রস্তাব দিয়েছেন।

ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপীয় দেশগুলো সতর্ক করে দিয়েছে, আলোচনার জন্য যুদ্ধবিরতি থাকা দরকার। কিন্তু মস্কো কার্যকরভাবে এই আহ্বান উপেক্ষা করছে এবং ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক ব্রিফিংয়ে বলেন, আল্টিমেটামের ভাষা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য, এটি উপযুক্ত নয়। আপনি রাশিয়ার সঙ্গে এমন ভাষায় কথা বলতে পারেন না।

তিনি বলেন, আমরা দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধানের উপায় অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করছি। রাশিয়া কাকে ইস্তাম্বুলে পাঠাবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান পেসকভ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০