যুদ্ধবিরতি নিয়ে ইউরোপীয় নেতাদের ‘আল্টিমেটাম’ প্রত্যাখ্যান ক্রেমলিনের

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ২১:৫৩

ঢাকা, ১২ মে, ২০২৫ ( বাসস) : ইউক্রেনের সঙ্গে সোমবার থেকে ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করতে  ইউরোপীয় নেতাদের রাশিয়াকে দেওয়া ‘আল্টিমেটাম’ প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।

সোমবার ক্রেমলিন জানিয়েছে, তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে ইউরোপীয় নেতাদের দেওয়া ‘আল্টিমেটাম’ মানবে না।

ক্রেমলিন থেকে এএফপি জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কে ভøাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত বৈঠকের যে আহ্বান জানিয়েছেন, সে ব্যাপারেও সাড়া দেয়নি ক্রেমলিন।

কিয়েভ ও এর ইউরোপীয় মিত্ররা আজ সোমবার থেকে ৩০ দিনের সর্বত্র ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু পুতিন ১৫ মে ইস্তাম্বুলে সরাসরি রাশিয়া-ইউক্রেন আলোচনার প্রস্তাব দিয়েছেন।

ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপীয় দেশগুলো সতর্ক করে দিয়েছে, আলোচনার জন্য যুদ্ধবিরতি থাকা দরকার। কিন্তু মস্কো কার্যকরভাবে এই আহ্বান উপেক্ষা করছে এবং ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক ব্রিফিংয়ে বলেন, আল্টিমেটামের ভাষা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য, এটি উপযুক্ত নয়। আপনি রাশিয়ার সঙ্গে এমন ভাষায় কথা বলতে পারেন না।

তিনি বলেন, আমরা দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধানের উপায় অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করছি। রাশিয়া কাকে ইস্তাম্বুলে পাঠাবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান পেসকভ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার
রাশিয়া-ইউক্রেন বৈঠকে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
রাজুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন ছাত্রদল, বাগছাস ও ছাত্র ইউনিয়ন
রাজশাহীতে পুলিশের অভিযানে ৭৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার
শেয়ারবাজারের সূচক টানা বাড়ছে
জুলাই কন্যাদের সাহসিকতা শেখায় কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়: শারমীন এস মুরশিদ
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে : আলী রীয়াজ
১০