রাশিয়া-ইউক্রেন বৈঠকে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ২৩:৫৬

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে তিনি বৃহস্পতিবার তুরস্কে যাওয়ার কথা ভাবছেন। মস্কোর ইউক্রেন আক্রমণের জেরে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নিরসনের সম্ভাব্য পদক্ষেপ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হোয়াইট হাউস থেকে মধ্যপ্রাচ্যে সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি ভাবছিলাম আসলে ওদিকে (তুরস্কে) উড়ে যাওয়ার কথা। সম্ভবত যেতে পারি—যদি মনে হয় কিছু একটা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘তুরস্কে বৃহস্পতিবারের বৈঠকে রাশিয়া ও ইউক্রেন—এই দুই দেশের নেতাই উপস্থিত থাকবেন বলে আমার ধারণা, আর এই বৈঠক থেকে ভালো কিছু হতে পারে বলেই আমি বিশ্বাস করি।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত না হন, তাহলে তাকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তারা (রাশিয়া) সম্মত হবে। হ্যাঁ, আমার এমনই মনে হচ্ছে।’

২০২২ সালে ইউক্রেনে মস্কোর আক্রমণের শুরুর পর থেকে এবারই প্রথম সরাসরি রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে এ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।

রাশিয়ার আগ্রাসনে এ পর্যন্ত লাখো মানুষ নিহত হয়েছেন এবং ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন কোটি মানুষ। এখন পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়াও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার
রাশিয়া-ইউক্রেন বৈঠকে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
রাজুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন ছাত্রদল, বাগছাস ও ছাত্র ইউনিয়ন
রাজশাহীতে পুলিশের অভিযানে ৭৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার
শেয়ারবাজারের সূচক টানা বাড়ছে
জুলাই কন্যাদের সাহসিকতা শেখায় কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়: শারমীন এস মুরশিদ
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে : আলী রীয়াজ
১০