রাশিয়া-ইউক্রেন বৈঠকে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ২৩:৫৬

ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে তিনি বৃহস্পতিবার তুরস্কে যাওয়ার কথা ভাবছেন। মস্কোর ইউক্রেন আক্রমণের জেরে তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নিরসনের সম্ভাব্য পদক্ষেপ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হোয়াইট হাউস থেকে মধ্যপ্রাচ্যে সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি ভাবছিলাম আসলে ওদিকে (তুরস্কে) উড়ে যাওয়ার কথা। সম্ভবত যেতে পারি—যদি মনে হয় কিছু একটা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘তুরস্কে বৃহস্পতিবারের বৈঠকে রাশিয়া ও ইউক্রেন—এই দুই দেশের নেতাই উপস্থিত থাকবেন বলে আমার ধারণা, আর এই বৈঠক থেকে ভালো কিছু হতে পারে বলেই আমি বিশ্বাস করি।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত না হন, তাহলে তাকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তারা (রাশিয়া) সম্মত হবে। হ্যাঁ, আমার এমনই মনে হচ্ছে।’

২০২২ সালে ইউক্রেনে মস্কোর আক্রমণের শুরুর পর থেকে এবারই প্রথম সরাসরি রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে এ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।

রাশিয়ার আগ্রাসনে এ পর্যন্ত লাখো মানুষ নিহত হয়েছেন এবং ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন কোটি মানুষ। এখন পর্যন্ত রুশ বাহিনী ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়াও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি
২০২৫ সালে প্রায় ৩ লক্ষ দক্ষিণ সুদানী দেশ ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ
চট্টগ্রামে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
মিশরে গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারবেন না নেতানিয়াহু
১০