গাজায় হাসপাতাল লক্ষ্য করে ইসরাইলের হামলা 

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১০:৪৬

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : মার্কিন-ইসরাইলি জিম্মির মুক্তিকে ঘিরে সাময়িক যুদ্ধবিরতির পর ফের হামলা শুরু করেছে ইসরাইল। মঙ্গলবার গাজার একটি হাসপাতাল লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনা বাহিনী। 

তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আরো বলা হয়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে অবস্থিত নাসের হাসপাতালের ভেতরে ঘাঁটি বানিয়েছিল হামাস। সেখান থেকেই তারা ইসরাইলি সেনা ও সাধারণ মানুষের ওপর হামলার পরিকল্পনা করছিল।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, “হাসপাতাল কমপ্লেক্সটি হামাসের হামলার পরিকল্পনা বাস্তবায়নের কাজে ব্যবহার করা হত।” জেরুজালেম থেকে এ খবর জানায় এএফপি।

এর আগে মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডারের মুক্তির জন্য গাজায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল। 

২০২৩ সালের অক্টোবর থেকে হামাসের হাতে বন্দি ছিলেন ২১ বছর বয়সী এই ইসরাইলি সেনা তাকে সোমবার মুক্তি দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, তিনিই হামাসের হাতে আটক থাকা শেষ জীবিত মার্কিন বন্দি।

দু’মাসের যুদ্ধবিরতি শেষে গত ১৮ মার্চ গাজায় ফের পূর্ণাঙ্গ অভিযান শুরু করে ইসরাইল। পাশপাশি, মানবিক ও আন্তর্জাতিক ত্রাণ সহায়তা প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়। মার্চ থেকে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন মোট ২,৭২০ জন।

২০২৩ সালের অক্টোবর মাসে হামাস ইসরাইলে হামলা চালালে ১,২১৮ জন নিহত হন। যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। এরপরই ইসরাইল পাল্টা হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানায়, যুদ্ধ শুরুর পর থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২,৮১০ জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০