গাজায় হাসপাতাল লক্ষ্য করে ইসরাইলের হামলা 

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১০:৪৬

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : মার্কিন-ইসরাইলি জিম্মির মুক্তিকে ঘিরে সাময়িক যুদ্ধবিরতির পর ফের হামলা শুরু করেছে ইসরাইল। মঙ্গলবার গাজার একটি হাসপাতাল লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনা বাহিনী। 

তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আরো বলা হয়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে অবস্থিত নাসের হাসপাতালের ভেতরে ঘাঁটি বানিয়েছিল হামাস। সেখান থেকেই তারা ইসরাইলি সেনা ও সাধারণ মানুষের ওপর হামলার পরিকল্পনা করছিল।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, “হাসপাতাল কমপ্লেক্সটি হামাসের হামলার পরিকল্পনা বাস্তবায়নের কাজে ব্যবহার করা হত।” জেরুজালেম থেকে এ খবর জানায় এএফপি।

এর আগে মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডারের মুক্তির জন্য গাজায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল। 

২০২৩ সালের অক্টোবর থেকে হামাসের হাতে বন্দি ছিলেন ২১ বছর বয়সী এই ইসরাইলি সেনা তাকে সোমবার মুক্তি দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, তিনিই হামাসের হাতে আটক থাকা শেষ জীবিত মার্কিন বন্দি।

দু’মাসের যুদ্ধবিরতি শেষে গত ১৮ মার্চ গাজায় ফের পূর্ণাঙ্গ অভিযান শুরু করে ইসরাইল। পাশপাশি, মানবিক ও আন্তর্জাতিক ত্রাণ সহায়তা প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়। মার্চ থেকে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন মোট ২,৭২০ জন।

২০২৩ সালের অক্টোবর মাসে হামাস ইসরাইলে হামলা চালালে ১,২১৮ জন নিহত হন। যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। এরপরই ইসরাইল পাল্টা হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানায়, যুদ্ধ শুরুর পর থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২,৮১০ জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপিতে সেপ্টেম্বর মাসে অপরাধ দমনে শ্রেষ্ঠ হলেন যারা
ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি
২০২৫ সালে প্রায় ৩ লক্ষ দক্ষিণ সুদানী দেশ ছেড়ে পালিয়েছে : জাতিসংঘ
চট্টগ্রামে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি
চর বিজয়ে রোপণ করা হবে ৪০ হাজার ঝাউ গাছ 
পাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিল সুবিধা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক
গোপালগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে সুনামগঞ্জে ভূমিকম্প বিষয়ক মহড়া
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
১০