গাজায় হাসপাতাল লক্ষ্য করে ইসরাইলের হামলা 

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১০:৪৬

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : মার্কিন-ইসরাইলি জিম্মির মুক্তিকে ঘিরে সাময়িক যুদ্ধবিরতির পর ফের হামলা শুরু করেছে ইসরাইল। মঙ্গলবার গাজার একটি হাসপাতাল লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনা বাহিনী। 

তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আরো বলা হয়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে অবস্থিত নাসের হাসপাতালের ভেতরে ঘাঁটি বানিয়েছিল হামাস। সেখান থেকেই তারা ইসরাইলি সেনা ও সাধারণ মানুষের ওপর হামলার পরিকল্পনা করছিল।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, “হাসপাতাল কমপ্লেক্সটি হামাসের হামলার পরিকল্পনা বাস্তবায়নের কাজে ব্যবহার করা হত।” জেরুজালেম থেকে এ খবর জানায় এএফপি।

এর আগে মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডারের মুক্তির জন্য গাজায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল। 

২০২৩ সালের অক্টোবর থেকে হামাসের হাতে বন্দি ছিলেন ২১ বছর বয়সী এই ইসরাইলি সেনা তাকে সোমবার মুক্তি দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, তিনিই হামাসের হাতে আটক থাকা শেষ জীবিত মার্কিন বন্দি।

দু’মাসের যুদ্ধবিরতি শেষে গত ১৮ মার্চ গাজায় ফের পূর্ণাঙ্গ অভিযান শুরু করে ইসরাইল। পাশপাশি, মানবিক ও আন্তর্জাতিক ত্রাণ সহায়তা প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়। মার্চ থেকে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন মোট ২,৭২০ জন।

২০২৩ সালের অক্টোবর মাসে হামাস ইসরাইলে হামলা চালালে ১,২১৮ জন নিহত হন। যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। এরপরই ইসরাইল পাল্টা হামলা শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানায়, যুদ্ধ শুরুর পর থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২,৮১০ জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনের জন্য রুশ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে বেলজিয়ামের প্রধানমন্ত্রী
খেলার মাধ্যমে মাদক থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬, সেনাবাহিনী মোতায়েন
সুনামগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন : এ্যানি
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
১০