বলিভিয়ার সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৭:০১

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস): বলিভিয়ার সাবেক সেনাপ্রধান জুয়ান হোসে জুনিগা’র বিরুদ্ধে গত বছর এক অভ্যুত্থান প্রচেষ্টায় সন্ত্রাসবাদের অভিযোগ এনেছেন দেশটির কৌঁসুলিরা। তবে জুনিগা দাবি করেন, প্রেসিডেন্ট লুইস আর্সের সমর্থনে ওই অভ্যুত্থানের প্রচেষ্টা চালানো হয়েছিল।

প্রসিকিউটরের অফিস জানায়, জুনিগা’র সর্বোচ্চ নিরাপত্তায় কারাগারে বন্দি আছেন। জুনিগা’র বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও সশস্ত্র বিদ্রোহের অভিযোগ রয়েছে।

লা পাজ থেকে এএফপি জানায়, গত জুনে প্রেসিডেন্টের সরকারি ভবনের বাইরে সৈন্য ও কয়েকটি ট্যাঙ্ক অবস্থান নেয়। এই ঘটনায় জুনিগা ও কয়েকজনকে  গ্রেফতার করা হয়।

জুনিগা’র দাবি, তিনি দেশটির প্রেসিডেন্ট লুইস আর্সের নির্দেশেই এ ঘটনা ঘটান। তবে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট আর্স। তিনি বলেন, এটি ছিল তাকে ক্ষমতাচ্যুত করার একটি প্রচেষ্টা।

এ বছর নির্বাচনের আগে বলিভিয়ার শক্তিশালী সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সঙ্গে আসের্র বিরোধ হয়। ইভো প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘স্বেচ্ছায় অভ্যুত্থানের’ অভিযোগ করেছেন।

জুনিগা’র বিচার করা হবে কিনা সে বিষয়ে একজন তদন্তকারী বিচারক সিদ্ধান্ত নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে কারাদণ্ড
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
গণমাধ্যম পুরস্কার পেলেন ১৫ সাংবাদিক
ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের পরিচালনা পর্ষদের ১৭তম সভা শুরু
গুয়াতেমালার কারাগার থেকে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত ২০জন পালিয়েছে
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ হাজার ৮৬৯
নবীন কর্মকর্তাদের হতে হবে জনবান্ধব ও সেবামুখী : ভূমি সচিব
ঝালকাঠিতে দুদকের ১৮৬তম গণশুনানি 
আসন্ন নির্বাচনে পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর বিভাগীয় ব্যবস্থা : ডিএমপি কমিশনার
ইতালিতে এফএও সদর দপ্তরে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা
১০