শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৮:৪৬

শেরপুর, ১৩ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ৯ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ দণ্ডাদেশ প্রদান করেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আকতার হোসেন (৩৮), মাহবুল (২০), আব্দুল মজিদ (৩৫), রিপন মিয়া (৩০), রবিউল ইসলাম (২৩), হারুন আর রশিদ (৩৫), মোস্তফা (৩২), মামুন (৩৫) ও আছর উদ্দিন (৩৪)।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন জানান, দণ্ডপ্রাপ্তদের সোমবার বিকেলে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রবিউল ইসলামকে ২ দিন, আছর উদ্দিনকে ২৫ দিন এবং বাকি ৭ জনের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারিভাবে বালু মহাল বন্ধ থাকার পরও নিষেধাজ্ঞা অমান্য করে ঝিনাইগাতী উপজেলার কালঘোঁষা ও গজনী বিটের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। পরবর্তীতে গভীর রাতে ব্যাটারিচালিত অটোভ্যানের মাধ্যমে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে গোপনে বিক্রি করা হচ্ছিল। এমন খবরের ভিত্তিতে আজ সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ বালু ও চালকসহ ১০টি অটোভ্যান এবং একটি ট্রলি আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ৯ ব্যক্তিকে দণ্ডাদেশ প্রদান করে। 

দণ্ডপ্রাপ্তদের সোমবার বিকেলে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
১০