শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৮:৪৬

শেরপুর, ১৩ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে ৯ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ দণ্ডাদেশ প্রদান করেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আকতার হোসেন (৩৮), মাহবুল (২০), আব্দুল মজিদ (৩৫), রিপন মিয়া (৩০), রবিউল ইসলাম (২৩), হারুন আর রশিদ (৩৫), মোস্তফা (৩২), মামুন (৩৫) ও আছর উদ্দিন (৩৪)।

বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন জানান, দণ্ডপ্রাপ্তদের সোমবার বিকেলে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রবিউল ইসলামকে ২ দিন, আছর উদ্দিনকে ২৫ দিন এবং বাকি ৭ জনের প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারিভাবে বালু মহাল বন্ধ থাকার পরও নিষেধাজ্ঞা অমান্য করে ঝিনাইগাতী উপজেলার কালঘোঁষা ও গজনী বিটের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। পরবর্তীতে গভীর রাতে ব্যাটারিচালিত অটোভ্যানের মাধ্যমে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে গোপনে বিক্রি করা হচ্ছিল। এমন খবরের ভিত্তিতে আজ সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ বালু ও চালকসহ ১০টি অটোভ্যান এবং একটি ট্রলি আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ৯ ব্যক্তিকে দণ্ডাদেশ প্রদান করে। 

দণ্ডপ্রাপ্তদের সোমবার বিকেলে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী
কক্সবাজারে নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্টের ভাষণের পর মাদাগাস্কারে কয়েকশ’ মানুষের উল্লাস 
জাতীয় চ্যাম্পিয়নশীপের মূলপর্বে খুলনা
বাংলাদেশ জলবায়ু ঋণের ফাঁদে আটকা পড়ছে : মাথাপিছু ঋণ ৮০ ডলার
ফিলিপাইনে ৫.৭ মাত্রার ভূমিকম্প; আহত ১৪
ডিএসসিসি’র ২৫ কোটি টাকা আত্মসাৎ : সাবেক সিইওসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
১০