ভারতে বিষাক্ত মদ পানে ১৭ জনের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ২০:২৫

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : ভারতের পাঞ্জাবে মিথানল মেশানো মদ ‘মুনশাইন’ পান করে ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

নয়াদিল্লি থেকে এএফপি জানায়, সোমবার গভীর রাতে পাঞ্জাবের অমৃতসর জেলার পাঁচটি গ্রামে এ মদ পান করার পর তাদের মৃত্যু হয়।

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই অবৈধভাবে তৈরি কমদামী এ মদ পান করে প্রতি বছর ভারতে শত শত মানুষ মারা যায়। মদের কার্যকারিতা বাড়ানোর জন্য এতে প্রায়শই মিথানল মেশানো হয়, যা অন্ধত্ব, লিভারের ক্ষতি ও মৃত্যুর কারণ হতে পারে।

সিনিয়র পুলিশ অফিসার মনিন্দর সিং বলেছেন, পাঁচটি গ্রামে ১৭ জনের মৃত্যু হয়েছে।

পাঞ্জাব পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ এক পোস্টে জানিয়েছে, এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার রহস্য উন্মোচন ও  জড়িত সকলকে বিচারের আওতায় আনার জন্য তদন্ত চলছে।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, দায়ীদের শাস্তি দেওয়া হবে।

গত বছর দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে মুনশাইন পান করে ৫৩ জন মারা গিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০