ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্রের দূতরা

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০:২৩

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : আমেরিকান-ইসরাইলি নাগরিক ইদান আলেক্সান্ডার মুক্তি পাওয়ার একদিন পর মঙ্গলবার তেল আবিবে ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের দুই প্রতিনিধি।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ‘হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম’ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জিম্মি বিষয়ক দূত অ্যাডাম বোয়েলার ইসরায়েলি পরিবারগুলোর সঙ্গে সম্প্রতি একটি বৈঠক করেছেন।

প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে দুই কর্মকর্তা বাকি ৫৮ জন জিম্মিকে—যাদের কেউ কেউ জীবিত এবং কেউ কেউ মৃত—ফিরিয়ে আনার বিষয়ে তাদের ব্যক্তিগত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বলে জানিয়েছে সংগঠনটি, যারা জিম্মিদের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

বিবৃতিতে আরও বলা হয়, 'উইটকফ জোর দিয়ে বলেন, সকলকে ফিরিয়ে আনা ছাড়া তারা কিছুতেই সন্তুষ্ট হবেন না, কারণ এটি প্রেসিডেন্ট (ডোনাল্ড ট্রাম্প)-এর মিশন।'

গাজায় থাকা বাকি জিম্মিদের মুক্তির বিষয়ে দোহায় সাম্প্রতিক আলোচনাসহ আলোচনা অব্যাহত রয়েছে।

২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের হামলার সময় অপহৃত মোট ২৫১ জনের মধ্যে এখনও ৫৭ জন গাজায় অবস্থান করছেন, যাদের মধ্যে ৩৪ জনকে মৃত ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

হামাস ২০১৪ সালের এক যুদ্ধে নিহত এক ইসরায়েলি সেনার মরদেহও ধরে রেখেছে বলে জানায় কর্তৃপক্ষ।

ফোরাম জানায়, উইটকফ ও বোয়েলার আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। এই আলোচনা চলছে এমন সময়ে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প কাতারসহ উপসাগরীয় দেশগুলো সফর করছেন।

উইটকফ আরও জানিয়েছেন, তিনি সোমবার মুক্তি পাওয়া ইদান আলেক্সান্ডারের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, 'আজ ইদান আলেক্সান্ডারের সঙ্গে দেখা করে তাকে স্বাগত জানাতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আমরা প্রেসিডেন্ট (ট্রাম্প)-এর সঙ্গেও কথা বলার সুযোগ পেয়েছি, যার নেতৃত্বে এটি সম্ভব হয়েছে। আমরা প্রতিটি জিম্মিকে বাড়ি ফিরিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুনের মধ্যে চতুর্থ ও পঞ্চম কিস্তির ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড় করবে আইএমএফ
ঢাবি’র শিক্ষার্থী সাম্য হত্যা মামলায় গ্রেফতারকৃত তিনজন কারাগারে
ফ্যাসিস্টদের দোসররা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে : জয়নুল আবদিন ফারুক
সাড়ে তিন বছর পর জামায়াত নেতা সাইয়েদ আহমদকে চেয়ারম্যান ঘোষণা আদালতের
শুক্রবার শুরু হচ্ছে জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি চ্যাম্পিয়নশীপ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা 
সাউথখালীতে লিগ্যাল এইড-এর মেডিয়েশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
অনলাইনে দেয়া যাবে ডিএনসিসি’র হোল্ডিং ট্যাক্স
আনচেলত্তিকে মেনে নিতে পারছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
১০