পুতিনের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের সহায়তা চাইলেন জেলেনস্কি

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১০:৪৮

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার তুরস্কে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন। তিনি অভিযোগ করেছেন, যুদ্ধ শেষ করার জন্য আলোচনায় বসার বিষয়ে পুতিন ‘আন্তরিক নন’।

কিয়েভ থেকে এএফপি জানায়, এর আগের দিন সোমবার পুতিন রাশিয়া ও ইউক্রেন সরাসরি আলোচনার সম্ভাবনার ইঙ্গিত দিলেও মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো ক্রেমলিন জেলেনস্কির তুরস্কে বৈঠকের আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ট্রাম্প এই বৈঠকের ধারণাকে স্বাগত জানিয়েছেন এবং জানিয়েছেন, প্রয়োজনে তিনি নিজেও সেখানে যেতে পারেন।

কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, 'আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সঙ্গে যোগ দিতে। আমি জানি না তিনি কী সিদ্ধান্ত নেবেন, তবে যদি তিনি অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন, তাহলে আমি মনে করি এটি পুতিনকে আসতে আরও উৎসাহিত করবে।'

তিনি আরও বলেন, 'আমরা এই বৈঠক যাতে হয় তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।' তবে তার দাবি, পুতিন যুদ্ধ থামানো বা আলোচনায় বসার কোনো সদিচ্ছা দেখাচ্ছেন না।

জেলেনস্কি বলেন, 'আমি বিশ্বাস করি, পুতিন যুদ্ধ থামাতে চান না, যুদ্ধবিরতিতে যেতে চান না, আলোচনাতেও বসতে চান না।'

এদিকে, বৈঠকের আহ্বান প্রত্যাখ্যান করলে মস্কোর ওপর যুক্তরাষ্ট্র যেন সর্বোচ্চ কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, সেই আহ্বান জানিয়েছে কিয়েভ।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, 'এটি হওয়া উচিত নিষেধাজ্ঞার সবচেয়ে শক্তিশালী প্যাকেজ।'

তিনি আরও বলেন, যদি পুতিন বৈঠকে না আসেন, তাহলে সেটি হবে 'একটি স্পষ্ট বার্তা যে তারা যুদ্ধ শেষ করতে চায় না, এবং এ ব্যাপারে কোনো উদ্যোগও নিচ্ছে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চট্টগ্রাম ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জমির দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন
আফগান শরণার্থী ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে 'সংলাপে' প্রস্তুত কাবুল
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
বলিভিয়ার প্রেসিডেন্ট আর্স বলেছেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না
হাইকোর্টে জামিন পেলেন জুবাইদা রহমান
নারায়ণগঞ্জে লিচুর অধিক ফলনে খুশি লিচু চাষীরা
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপিতে চালু হচ্ছে অনলাইন জিডি
১০