ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : জাপানের বিনোদন ও ইলেকট্রনিক্স জায়ান্ট সনি বুধবার জানিয়েছে, কোম্পানিটি ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে নতুন অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটি একটি সতর্ক পূর্বাভাস দিয়েছে। টোকিও থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
সনি ২০২৪-২৫ অর্থবছরে ১.১৪ ট্রিলিয়ন ইয়েন (৭.৭ বিলিয়ন মার্কিন ডলার) নিট মুনাফা অর্জন করেছে। তবে কোম্পানিটি জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে এই মুনাফা ১৩ শতাংশ হ্রাস পেয়ে ৯৩০ বিলিয়ন ইয়েনে নেমে আসতে পারে।