ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল মঙ্গলবার রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ‘চূড়ান্ত পদক্ষেপ' নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ সপ্তাহে তুরস্কে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সম্ভাব্য বৈঠকে অংশ নিয়ে রাশিয়াকে আলোচনায় আসতে হবে।
বার্লিন থেকে এএফপি জানায়, বার্লিনে এক বিবৃতিতে ভাডেফুল বলেন, 'রাশিয়াকে এখনই চূড়ান্ত পদক্ষেপটি নিতে হবে এবং আলোচনার টেবিলে বসার জন্য প্রস্তুত থাকতে হবে।'
তিনি আরও বলেন, 'ইউক্রেন অনেক দূর এগিয়ে এসেছে। যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি নিয়ে শর্তহীন আলোচনার জন্য তারা প্রস্তুত। এখন রাশিয়ার দায়িত্ব—উদ্যোগ নেওয়ার।'
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার করে বলেন, 'রাশিয়া যেন আলোচনার টেবিলে খালি চেয়ারে রূপান্তরিত না হয়। যদি রাশিয়া সত্যিকার অর্থে শান্তিতে আগ্রহী হয়, তবে তাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে।'
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা দেন যে, বৃহস্পতিবার তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে বৈঠকে প্রস্তুত আছেন।