ভেনিজুয়েলায় সন্ত্রাসবাদ’-এর অভিযোগে মানবাধিকার কর্মী গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:১৯

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : ভেনিজুয়েলায় এক মানবাধিকার কর্মীকে ‘সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহ’-এর অভিযোগে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। দেশটির রাজধানী কারাকাসভিত্তিক মানবাধিকার সংস্থা প্রোভিয়া জানিয়েছে, তাদের সদস্য এদুয়ার্দো তোরেস মঙ্গলবার নিখোঁজ হন।

কারাকাস থেকে এএফপি জানায়, পরে দেশটির অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব এক বিবৃতিতে জানান, আসন্ন আঞ্চলিক ও সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ছড়ানোর ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তোরেসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে।

তোরেসের স্ত্রী এমিসেলিস নুনিয়েজ সাংবাদিকদের বলেন, ‘এদুয়ার্দো কোনো অপরাধী নন; তিনি মানুষের মর্যাদার পক্ষে, শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করেন।’ এ সময় উপস্থিত অধিকারকর্মীরা স্লোগান দিতে থাকেন— ‘এদুয়ার্দো কোথায়?’

তোরেসের পরিবার ও সহকর্মীরা জানান, নিরাপত্তা বাহিনীর তরফ থেকে তিনি একাধিকবার হুমকি পেয়েছিলেন। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের এক মুখপাত্র জানিয়েছেন, তোরেস গত শুক্রবার কারাকাসে গ্রেপ্তার হন বলে ধারণা করা হচ্ছে। এরপর থেকে তার পরিবার তার অবস্থান সম্পর্কে কিছু জানত না।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস’ আশঙ্কা প্রকাশ করে বলেছে, তোরেসের নিখোঁজ হওয়ার পেছনে তার অধিকারকর্মী হিসেবে ভূমিকার সংশ্লিষ্টতা রয়েছে।

ভেনিজুয়েলার অধিকার সংগঠন ‘ফোরো পেনাল’ জানিয়েছে, দেশটিতে বর্তমানে ৮৯৪ জন রাজনৈতিক কারণে বন্দি রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনই অধিকারকর্মী।

গত বছরের জুলাইয়ে বিতর্কিত নির্বাচনের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বিজয় দাবি করলে দেশজুড়ে প্রতিবাদে ফেটে পড়ে মানুষ। সেই দমন-পীড়নে অন্তত ২,৪০০ জনকে গ্রেপ্তার, ২৮ জনকে হত্যা এবং ২০০ জনকে আহত করা হয় বলে সংগঠনটি জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে কারাদণ্ড
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
গণমাধ্যম পুরস্কার পেলেন ১৫ সাংবাদিক
ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের পরিচালনা পর্ষদের ১৭তম সভা শুরু
গুয়াতেমালার কারাগার থেকে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত ২০জন পালিয়েছে
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ হাজার ৮৬৯
নবীন কর্মকর্তাদের হতে হবে জনবান্ধব ও সেবামুখী : ভূমি সচিব
ঝালকাঠিতে দুদকের ১৮৬তম গণশুনানি 
আসন্ন নির্বাচনে পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর বিভাগীয় ব্যবস্থা : ডিএমপি কমিশনার
ইতালিতে এফএও সদর দপ্তরে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা
১০