যুদ্ধকালীন আইনে ভেনিজুয়েলান নাগরিক বহিষ্কার বৈধ : মার্কিন বিচারক

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৬:০৪

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি দুর্লভ যুদ্ধকালীন আইন ব্যবহার করে এক ভেনেজুয়েলান নাগরিককে বহিষ্কার করার ক্ষেত্রে আইনটি বৈধভাবে প্রয়োগ হয়েছে বলে রায় দিয়েছেন একজন ফেডারেল বিচারক।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, মঙ্গলবার পেনসিলভানিয়ার ট্রাম্পের মনোনীত জেলা বিচারক স্টেফানি হেইনস রায় দেন যে, ১৭৯৮ সালের ‘এলিয়েন এনিমিজ অ্যাক্ট’ বা এইএ অনুযায়ী অভিযুক্তের বহিষ্কার 'আইনি কাঠামোর মধ্যেই' হয়েছে। তবে তিনি বলেন, বহিষ্কারের আগে সংশ্লিষ্টদের আরও পরিষ্কারভাবে জানানো প্রয়োজন।

চলতি বছরের মার্চে ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ঐতিহাসিক এইএ আইনের আওতায় ‘ত্রেন দে আরাগুয়া’ নামের কুখ্যাত ভেনিজুয়েলান অপরাধী চক্রের সদস্য সন্দেহে দুটো প্লেনে শতাধিক অভিবাসীকে এল সালভাদরের একটি সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে পাঠায়।

তবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টসহ কয়েকটি নিম্ন আদালত এ ধরনের বহিষ্কার অস্থায়ীভাবে স্থগিত করে, কারণ এতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ ওঠে।

বহিষ্কৃত অনেক ভেনিজুয়েলান নাগরিকের আইনজীবীরা বলেন, তাদের মক্কেলরা অপরাধী নন, কোনো অপরাধে জড়িত ছিলেন না এবং কেবল উল্কির ভিত্তিতেই তাদের নিশানা করা হয়েছে।

তবে বিচারক হেইনস বলেন, যথাযথ নোটিশ ও আইনি প্রক্রিয়া নিশ্চিত করে সরকার চাইলে এইএ আইনের আওতায় অবৈধ টিডিএ সদস্যদের বহিষ্কার করতে পারে। তার মতে, অন্তত ২১ দিন আগে বহিষ্কারের নোটিশ দেওয়া বাধ্যতামূলক।

তিনি টিডিএ চক্রকে 'যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কাজ করছে' এবং 'অবৈধ মাদকের প্রবাহ ঘটিয়ে জননিরাপত্তায় বড় ধরনের হুমকি তৈরি করছে' বলে মন্তব্য করেন।

রায়টি একটি নির্দিষ্ট মামলা—'এ.এস.আর.' নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কিত হলেও, এটি হেইনসের বিচারিক এলাকায় (পেনসিলভানিয়া) ভবিষ্যতে আরও বহিষ্কারের পথ খুলে দিতে পারে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।

ট্রাম্প প্রশাসন টিডিএ-কে 'বিদেশি সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করেছে এবং এল সালভাদরকে লক্ষাধিক ডলার দিয়েছে, যাতে এ ধরনের বহিষ্কৃতদের সেখানকার কারাগারে আটক রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে কারাদণ্ড
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
গণমাধ্যম পুরস্কার পেলেন ১৫ সাংবাদিক
ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের পরিচালনা পর্ষদের ১৭তম সভা শুরু
গুয়াতেমালার কারাগার থেকে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত ২০জন পালিয়েছে
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬৭ হাজার ৮৬৯
নবীন কর্মকর্তাদের হতে হবে জনবান্ধব ও সেবামুখী : ভূমি সচিব
ঝালকাঠিতে দুদকের ১৮৬তম গণশুনানি 
আসন্ন নির্বাচনে পুলিশ পক্ষপাতদুষ্ট আচরণ করলে কঠোর বিভাগীয় ব্যবস্থা : ডিএমপি কমিশনার
ইতালিতে এফএও সদর দপ্তরে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা
১০