বিশ্ব নেতাদের মধ্যে শান্তির জন্য মধ্যস্থতার প্রস্তাব পোপ চতুর্দশ লিওর

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৬:১৫

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন সদ্য নির্বাচিত পোপ চতুর্দশ লিও।

ভ্যাটিকান সিটি থেকে এএফপি জানায়, বুধবার ভ্যাটিকানে ইস্টার্ন ক্যাথলিক চার্চগুলোর সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, 'এই শান্তি যেন বিরাজমান থাকে, তা নিশ্চিত করতে আমি  সর্বোচ্চ চেষ্টা করব।’

বিশ্বের ১৪০ কোটির বেশি ক্যাথলিকের এই নতুন ধর্মগুরু বলেন, ‘পবিত্র ভূমি থেকে শুরু করে ইউক্রেন, লেবানন থেকে সিরিয়া, মধ্যপ্রাচ্য থেকে টিগরাই ও ককেশাস পর্যন্ত— আমরা কতই না সহিংসতা প্রত্যক্ষ করছি।’

তিনি বলেন, ‘এই সময়েও আপনারাই পারেন আশা ও সংহতির গান গাইতে। ঈশ্বরের কৃপায় যারা সংঘাতের মধ্যেও শান্তির বীজ বপন করে যাচ্ছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

পোপ লিও বলেন, ‘বিশ্বের মানুষ শান্তি চায়, আর সে কারণে আমি বিশ্বের নেতাদের উদ্দেশে হৃদয়ের গভীর থেকে আহ্বান জানাই— আসুন, আমরা একত্র হই, কথা বলি, আলোচনা করি।’

পোপ ফ্রান্সিসের মৃত্যুর (২১ এপ্রিল, বয়স ৮৮) পর গত সপ্তাহে পোপের পদে আসীন হওয়া মার্কিন নাগরিক  চতুর্দশ লিও পূর্বনির্ধারিত এক সভায় বক্তৃতা দেওয়ার সময় এই আহ্বান জানান।

সভাটি ২০২৫ সালের ‘জুবিলি হলি ইয়ার’-কে কেন্দ্র করে আয়োজন করা হয়, যেখানে ২৩টি ইস্টার্ন ক্যাথলিক চার্চের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসব চার্চ পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারত এবং আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে আছে।

মধ্যপ্রাচ্যে বসবাসরত খ্রিস্টানদের উদ্দেশে পোপ বলেন, ‘তাদের নিজেদের ভূমি যেন ছাড়তে না হয়, এ জন্য সকলকে কাজ করতে হবে। শুধুই কথায় নয়, প্রকৃত অর্থে তাদের স্বদেশে নিরাপদভাবে টিকে থাকার অধিকার নিশ্চিত করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬, সেনাবাহিনী মোতায়েন
সুনামগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন : এ্যানি
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
১০