বিশ্ব নেতাদের মধ্যে শান্তির জন্য মধ্যস্থতার প্রস্তাব পোপ চতুর্দশ লিওর

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৬:১৫

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন সদ্য নির্বাচিত পোপ চতুর্দশ লিও।

ভ্যাটিকান সিটি থেকে এএফপি জানায়, বুধবার ভ্যাটিকানে ইস্টার্ন ক্যাথলিক চার্চগুলোর সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, 'এই শান্তি যেন বিরাজমান থাকে, তা নিশ্চিত করতে আমি  সর্বোচ্চ চেষ্টা করব।’

বিশ্বের ১৪০ কোটির বেশি ক্যাথলিকের এই নতুন ধর্মগুরু বলেন, ‘পবিত্র ভূমি থেকে শুরু করে ইউক্রেন, লেবানন থেকে সিরিয়া, মধ্যপ্রাচ্য থেকে টিগরাই ও ককেশাস পর্যন্ত— আমরা কতই না সহিংসতা প্রত্যক্ষ করছি।’

তিনি বলেন, ‘এই সময়েও আপনারাই পারেন আশা ও সংহতির গান গাইতে। ঈশ্বরের কৃপায় যারা সংঘাতের মধ্যেও শান্তির বীজ বপন করে যাচ্ছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

পোপ লিও বলেন, ‘বিশ্বের মানুষ শান্তি চায়, আর সে কারণে আমি বিশ্বের নেতাদের উদ্দেশে হৃদয়ের গভীর থেকে আহ্বান জানাই— আসুন, আমরা একত্র হই, কথা বলি, আলোচনা করি।’

পোপ ফ্রান্সিসের মৃত্যুর (২১ এপ্রিল, বয়স ৮৮) পর গত সপ্তাহে পোপের পদে আসীন হওয়া মার্কিন নাগরিক  চতুর্দশ লিও পূর্বনির্ধারিত এক সভায় বক্তৃতা দেওয়ার সময় এই আহ্বান জানান।

সভাটি ২০২৫ সালের ‘জুবিলি হলি ইয়ার’-কে কেন্দ্র করে আয়োজন করা হয়, যেখানে ২৩টি ইস্টার্ন ক্যাথলিক চার্চের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এসব চার্চ পূর্ব ইউরোপ, মধ্যপ্রাচ্য, ভারত এবং আফ্রিকার বিভিন্ন অংশে ছড়িয়ে আছে।

মধ্যপ্রাচ্যে বসবাসরত খ্রিস্টানদের উদ্দেশে পোপ বলেন, ‘তাদের নিজেদের ভূমি যেন ছাড়তে না হয়, এ জন্য সকলকে কাজ করতে হবে। শুধুই কথায় নয়, প্রকৃত অর্থে তাদের স্বদেশে নিরাপদভাবে টিকে থাকার অধিকার নিশ্চিত করতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনীল অর্থনীতির উন্নয়নে আর্থিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ
ময়লা ও রাস্তা পরিষ্কারের জন্য আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত
বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে ঢাকায় জাম্বিয়ার কনস্যুলেট অফিস উদ্বোধন
যুক্তরাষ্ট্রের অর্থায়ন হ্রাসের ফলে ব্যবস্থাপনা দল ছোট করল ডব্লিউএইচও
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
ইউক্রেনে ‘একতরফা শান্তি’ গ্রহণযোগ্য হবে না : জার্মানির মের্ৎস
কুমিল্লায় বিএসটিআই-এর অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা 
গ্রামীণ ব্যাংকের প্রথম শাখা পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা 
শাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ৫টি ট্রাস্ট বৃত্তি অনুমোদন
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০