ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা : প্রতিনিধি দলের বিষয়ে মুখ খোলেনি ক্রেমলিন

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৬:৩৭

 

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : তুরস্কে আয়োজিত ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় কে বা কারা রাশিয়ার পক্ষ থেকে অংশ নেবেন-সেই প্রশ্নের উত্তর বুধবারও এড়িয়ে গেল ক্রেমলিন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান।

মস্কো থেকে এএফপি জানায়, চলমান যুদ্ধ শুরুর শুরুর দিকে দু’পক্ষের প্রতিনিধিদের মধ্যে সংক্ষিপ্ত কয়েকটি সাক্ষাৎ হলেও এটি হবে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর প্রথম সরাসরি আলোচনা। গত সপ্তাহান্তে এক মধ্যরাতের ভাষণে পুতিন নিজেই আলোচনার ডাক দেন।

তবে তিনি তাতে অংশ নেবেন কি না, কিংবা প্রতিনিধি দলে কে কে থাকবেন, সে সম্পর্কে এখনও কিছু জানায়নি রাশিয়া।

বুধবার ক্রেমলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এএফপির প্রশ্নের জবাবে মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'রুশ প্রতিনিধি দল ১৫ মে ইস্তাম্বুলে ইউক্রেনীয় প্রতিনিধি দলের অপেক্ষায় থাকবে।'

তবে সেই দলে কারা থাকবেন  জানতে চাইলে পেসকভ জানান, 'এখনও প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলে আমরা জানিয়ে দেব।'

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে ঘোষণা দেন, তিনি তুরস্ক সফরে যাচ্ছেন এবং সেখানেই প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে আলোচনা করবেন।

তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় উপস্থিত থাকলে পুতিনের অংশগ্রহণ নিশ্চিত হবে।

ট্রাম্প এই প্রস্তাব নিয়ে ভাবছেন বলে জানিয়েছেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সিনেটর মার্কো রুবিও উপস্থিত থাকবেন এবং শুক্রবার ইস্তাম্বুলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে—যার ফলে আলোচনা শুরু হওয়ার দিন নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে বুধবার থেকেই তুরস্কের উপকূলীয় শহর আনতালিয়ায় এক বৈঠকে বসছেন ন্যাটো দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। আলোচনায় উঠে আসবে সামরিক ব্যয় বাড়ানোর বিষয়টি। এই বৈঠক শেষ হওয়ার পরই রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় ‘দুর্ভিক্ষ’ এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জার্মানির চ্যান্সেলরের
নেত্রকোনায় সন্তান হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড 
শিল্পী থেকে প্রধানমন্ত্রী হওয়া এদি রামা চতুর্থ দফায় আলবেনিয়ার ক্ষমতায়
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের ছয়জন গ্রেফতার
বিচারপ্রার্থী জনগণের সেবাপ্রাপ্তি সহজীকরণে সারাদেশের আদালতে হেল্পলাইন চালুর নির্দেশ
আইপিএল’এ দিল্লি ক্যাপিটালসে খেলবেন মুস্তাফিজ
সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ 
ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরামে দু’দেশের অংশীদারিত্ব গঠনের আহ্বান
সুনীল অর্থনীতির উন্নয়নে আর্থিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ
১০