পুতিন গেলে তুরস্কে ইউক্রেন বিষয়ে আলোচনায় যাওয়ার ‘সম্ভাবনা’ আছে: ট্রাম্প

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৮:৫৬

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি যান, তাহলে তিনি ইউক্রেন সংকট নিয়ে তুরস্কে অনুষ্ঠেয় আলোচনায় অংশ নিতে যেতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এয়ার ফোর্স ওয়ান থেকে এএফপি জানায়, সৌদি আরব থেকে কাতারের পথে এয়ার ফোর্স ওয়নে সাংবাদিকদের তিনি বলেন, 'আমি জানি না পুতিন সেখানে যাবেন কি না যদি আমি না যাই। তবে আমি জানি তিনি চান আমি সেখানে যাই—এবং সেটি এক ধরনের সম্ভাবনা। যুদ্ধ বন্ধ করা গেলে আমি অবশ্যই সে বিষয়ে ভাবব।'

তবে ট্রাম্প জানান, তিনি বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পূর্বনির্ধারিত সূচিতে রয়েছেন, যা তার উপসাগরীয় সফরের তৃতীয় ও শেষ গন্তব্য।

তবু তুরস্ক সফরের প্রসঙ্গে তিনি বলেন, 'তাতে এটা বলা যায় না যে, আমি তা করব না—যদি অনেক জীবন বাঁচানো যায়।:

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতোমধ্যে শুক্রবার ইস্তাম্বুলে যাওয়ার পরিকল্পনা করেছেন।

ট্রাম্প বলেন, 'মার্কো যাচ্ছেন, আর তিনি বেশ কার্যকরভাবে কাজ করে আসছেন।'

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সপ্তাহে তুরস্কে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, রুশ প্রেসিডেন্ট না এলে তা বোঝাবে মস্কো শান্তি চায় না।

পুতিন আলোচনার আহ্বান জানালেও রাশিয়ার পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি তিনি সেখানে যাবেন কি না।

ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। শুরুতে জেলেনস্কির ওপর চাপও সৃষ্টি করেছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রকাশ্যে হতাশা জানিয়েছেন, কারণ রাশিয়া ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬, সেনাবাহিনী মোতায়েন
সুনামগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন : এ্যানি
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
১০