মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের চিন্তা ইইউ, জাপান, ভারতের

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২২:৩০

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস): ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসেবে বেশ কিছু মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, জাপান ও ভারত। বিশ্ব বাণিজ্য সংস্থাকে একথা জানিয়েছে তারা।

জেনেভা থেকে এএফপি জানায়, গত মাসে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) জমা দেওয়া ওই পরিকল্পনার নথি তাদের হাতে এসেছে। এতে দেশগুলো বলেছে, মার্চ মাসে ট্রাম্প মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর শুল্ক বৃদ্ধি এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর  ২৫ শতাংশ  শুল্ক আরোপে প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে তাদের।

এটি ২০১৮ সালে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রথম মেয়াদকালে আরোপিত শুল্কের সম্প্রসারণকে চিহ্নিত করে।

তিনটি দেশ এবং ইইউ পৃথকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানিয়েছে,  তারা বিশ্বাস করে মার্কিন শুল্ক তথাকথিত সুরক্ষা ব্যবস্থার অনুপযুক্ত ব্যবহার।

ওয়াশিংটন বলেছে, নতুন শুল্কগুলো সুরক্ষামূলক ব্যবস্থা, যা সাধারণত কেবল দেশীয় শিল্পগুলোকে হঠাৎ আমদানি বৃদ্ধি করা থেকে রক্ষা করতে আরোপ করা হয়েছে। এ আমদানি দেশীয় প্রতিষ্ঠানকে ক্ষতি করে।

১৬ এপ্রিল ইইউ ডব্লিওটি’কে বলেছে, যুক্তরাষ্ট্র এই পদক্ষেপকে স্থানীয় শিল্পকে বিদেশি প্রতিযোগিতা থেকে সুরক্ষা বললেও এটা ডব্লিউটিও’র নিয়ম ও ন্যায্যতার অধীন নয়।

ইইউ বলেছে, ৩০ দিনের বিজ্ঞপ্তির সময়সীমা দেওয়া হয়েছে। তারা ১৬ মে থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত সুরক্ষামূলক ব্যবস্থা সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় ‘ছাড় ও অন্যান্য বাধ্যবাধকতা’ স্থগিত করার পরিকল্পনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিপাইনে ৫.৭ মাত্রার ভূমিকম্প; আহত ১৪
ডিএসসিসি’র ২৫ কোটি টাকা আত্মসাৎ : সাবেক সিইওসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
খসড়া ভোটার তালিকার সংশোধন আবেদন নিষ্পত্তি করতে কর্তৃপক্ষ নিয়োগ 
উত্তর-পূর্ব স্পেনে বৃষ্টির সতর্কতা কম, ১৮ জন আহত
‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা
সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
১০