ক্যালিফোর্নিয়ায় কিছু অভিবাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধের প্রস্তাব গভর্নর গ্যাভিনের

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১১:৩৮
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম বুধবার অবৈধ অভিবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধ করার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের অস্থির শাসনব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্ত বাজেটের ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টার জন্য এ প্রস্তাব করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিউসম এক সংবাদ সম্মেলনে বলেন, ক্যালিফোর্নিয়ার উচিত আগামী বছর থেকে অনিবন্ধিত ব্যক্তিদের জন্য পাবলিক মেডি-ক্যাল প্রোগ্রামে বা জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রোগ্রামে ভর্তি স্থগিত করা। যারা ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছেন সেই ব্যক্তিদের কাছ থেকে প্রতি মাসে ১০০ ডলার আদায় করা।

তিনি বলেন, ‘আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থায় যারা নাম নথিভুক্ত করেছেন তাদের সংখ্যা কমাচ্ছি না।’ ‘বিশেষ করে যাদের নথিপত্র নেই তাদের জন্য আমরা কেবল এটি সীমিত করছি।’

নিউসম বলেন, ১ কোটি ৫০ লাখ মেডি-ক্যাল বা স্বাস্থ্যসেবা প্রাপকের প্রায় ১১ শতাংশই অননুমোদিত।

গত মার্চ মাসে, ক্যালিফোর্নিয়া রাজ্য আইনসভা জানিয়েছে, ২০২৩ সালে শুরু হওয়া অনিবন্ধিত অভিবাসীদের জন্য মেডি-ক্যাল সেবার  ফলে ২০২৪ সালে প্রত্যাশার চেয়ে ২.৭ বিলিয়ন ডলার বেশি খরচ হয়েছে।

ওষুধের উচ্চ মূল্যের কারণেও এই কর্মসূচির খরচ বেড়ে গেছে, যার মধ্যে ওজন নিয়ন্ত্রণের প্রেসক্রিপশনের ক্রমবর্ধমান চাহিদাও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গু নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার: ডিএনসিসির কার্যক্রমে ইতিবাচক ফলাফল
দুদকের তিন অভিযানে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান
জুলাই আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ বলে মন্তব্যে শিবিরের নিন্দা ও প্রতিবাদ
খুবিতে প্রাণ-আরএফএল স্কলারশিপ পেলেন বিএ ডিসিপ্লিনের ১০ শিক্ষার্থী
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার 
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৫৮৬ জন
জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিপ্লব অপূর্ণ রয়ে যাবে : ডা. তাহের
বিএনপি ক্ষমতায় আসলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেয়া হবে: সালাউদ্দিন টুকু 
মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা নিশি আক্তার ছাড়পত্র পেলেন
আরও দুই প্রতিষ্ঠান থেকে মুজিব-ফজিলাতুন্নেছার নাম বাতিল
১০