ক্যালিফোর্নিয়ায় কিছু অভিবাসীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধের প্রস্তাব গভর্নর গ্যাভিনের

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১১:৩৮
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম বুধবার অবৈধ অভিবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা বন্ধ করার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের অস্থির শাসনব্যবস্থার কারণে ক্ষতিগ্রস্ত বাজেটের ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টার জন্য এ প্রস্তাব করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নিউসম এক সংবাদ সম্মেলনে বলেন, ক্যালিফোর্নিয়ার উচিত আগামী বছর থেকে অনিবন্ধিত ব্যক্তিদের জন্য পাবলিক মেডি-ক্যাল প্রোগ্রামে বা জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রোগ্রামে ভর্তি স্থগিত করা। যারা ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছেন সেই ব্যক্তিদের কাছ থেকে প্রতি মাসে ১০০ ডলার আদায় করা।

তিনি বলেন, ‘আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থায় যারা নাম নথিভুক্ত করেছেন তাদের সংখ্যা কমাচ্ছি না।’ ‘বিশেষ করে যাদের নথিপত্র নেই তাদের জন্য আমরা কেবল এটি সীমিত করছি।’

নিউসম বলেন, ১ কোটি ৫০ লাখ মেডি-ক্যাল বা স্বাস্থ্যসেবা প্রাপকের প্রায় ১১ শতাংশই অননুমোদিত।

গত মার্চ মাসে, ক্যালিফোর্নিয়া রাজ্য আইনসভা জানিয়েছে, ২০২৩ সালে শুরু হওয়া অনিবন্ধিত অভিবাসীদের জন্য মেডি-ক্যাল সেবার  ফলে ২০২৪ সালে প্রত্যাশার চেয়ে ২.৭ বিলিয়ন ডলার বেশি খরচ হয়েছে।

ওষুধের উচ্চ মূল্যের কারণেও এই কর্মসূচির খরচ বেড়ে গেছে, যার মধ্যে ওজন নিয়ন্ত্রণের প্রেসক্রিপশনের ক্রমবর্ধমান চাহিদাও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফিলিপাইনে ৫.৭ মাত্রার ভূমিকম্প; আহত ১৪
ডিএসসিসি’র ২৫ কোটি টাকা আত্মসাৎ : সাবেক সিইওসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা
খসড়া ভোটার তালিকার সংশোধন আবেদন নিষ্পত্তি করতে কর্তৃপক্ষ নিয়োগ 
উত্তর-পূর্ব স্পেনে বৃষ্টির সতর্কতা কম, ১৮ জন আহত
‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা
সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড
নেত্রকোণায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহতদের সাথে প্রশাসনের মতবিনিময় 
পাকিস্তানের ৩৭৮ রানের জবাবে চাপে দক্ষিণ আফ্রিকা
গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও সুনীল অর্থনীতি উন্নয়নে মিডার সভা অনুষ্ঠিত 
ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান
১০