পশ্চিম তীরে আহত গর্ভবতী ইসরাইলি নারীর মৃত্যু: হাসপাতাল 

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৩:৫৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস): বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরে গাড়িতে হামলার সময় আহত এক গর্ভবতী ইসরাইলি নারীকে জরুরি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার সন্তান প্রসব করা হয়েছে, কিন্তু নারীর মৃত্যু হয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি কর্তৃপক্ষের মতে, বুধবার অধিকৃত পশ্চিম তীরে ব্রুচিনের ইসরাইলি বসতির কাছে গাড়ি চালাচ্ছিলেন ওই নারী সাথে তার স্বামী ছিলেন। ওই সময় তাদের গাড়িতে গুলি চালানো হয়। 

ব্রুচিন হল ফিলিস্তিনি ভূখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ইসরাইলি বসতি এবং আন্তর্জাতিক আইন অনুসারে এটি অবৈধ বলে বিবেচিত হয়। 

তেল আবিবের বাইরের বেইলিনসন হাসপাতাল জানিয়েছে, ট্রমা ওয়ার্ডের মেডিকেল টিম সারা রাত নারী এবং তার নবাগত সন্তান বা ভ্রূণকে বাঁচাতে লড়াই করেছে।

বেইলিনসন হাসপাতাল এক বিবৃতিতে বলেছে, সামরিয়ায় হামলায় গুলিবিদ্ধ গুরুতর আহত নারীর জীবন বাঁচাতে অনেক চেষ্টা করা হয়েছে, তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি এবং মেডিকেল দলগুলো তাকে মৃত ঘোষণা করতে বাধ্য হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, শিশুটিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসব করা হয়েছে এবং অন্য একটি মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে। 

জরুরি পরিষেবাগুলো এর আগে বলেছিল, প্রায় ৩০ বছর বয়সী নারী চালক ‘গুরুতর’ গুলিবিদ্ধ  হয়ে আহত হয়েছেন। পাশাপাশি ৪০ বছর বয়সী একজন পুরুষও গুরুতর আহত হয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন,  ‘এক গর্ভবতী নারী এবং তার স্বামীর ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় তিনি গভীরভাবে মর্মাহত।’

গত ৭ অক্টোবর, ২০২৩ সালে ইসরাইলের ওপর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আক্রমণের ফলে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০