পশ্চিম তীরে আহত গর্ভবতী ইসরাইলি নারীর মৃত্যু: হাসপাতাল 

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৩:৫৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস): বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরে গাড়িতে হামলার সময় আহত এক গর্ভবতী ইসরাইলি নারীকে জরুরি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার সন্তান প্রসব করা হয়েছে, কিন্তু নারীর মৃত্যু হয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলি কর্তৃপক্ষের মতে, বুধবার অধিকৃত পশ্চিম তীরে ব্রুচিনের ইসরাইলি বসতির কাছে গাড়ি চালাচ্ছিলেন ওই নারী সাথে তার স্বামী ছিলেন। ওই সময় তাদের গাড়িতে গুলি চালানো হয়। 

ব্রুচিন হল ফিলিস্তিনি ভূখণ্ডের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ইসরাইলি বসতি এবং আন্তর্জাতিক আইন অনুসারে এটি অবৈধ বলে বিবেচিত হয়। 

তেল আবিবের বাইরের বেইলিনসন হাসপাতাল জানিয়েছে, ট্রমা ওয়ার্ডের মেডিকেল টিম সারা রাত নারী এবং তার নবাগত সন্তান বা ভ্রূণকে বাঁচাতে লড়াই করেছে।

বেইলিনসন হাসপাতাল এক বিবৃতিতে বলেছে, সামরিয়ায় হামলায় গুলিবিদ্ধ গুরুতর আহত নারীর জীবন বাঁচাতে অনেক চেষ্টা করা হয়েছে, তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি এবং মেডিকেল দলগুলো তাকে মৃত ঘোষণা করতে বাধ্য হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, শিশুটিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসব করা হয়েছে এবং অন্য একটি মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়েছে। 

জরুরি পরিষেবাগুলো এর আগে বলেছিল, প্রায় ৩০ বছর বয়সী নারী চালক ‘গুরুতর’ গুলিবিদ্ধ  হয়ে আহত হয়েছেন। পাশাপাশি ৪০ বছর বয়সী একজন পুরুষও গুরুতর আহত হয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন,  ‘এক গর্ভবতী নারী এবং তার স্বামীর ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় তিনি গভীরভাবে মর্মাহত।’

গত ৭ অক্টোবর, ২০২৩ সালে ইসরাইলের ওপর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আক্রমণের ফলে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীর প্রতিটি মসজিদে দোয়া
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৬, সেনাবাহিনী মোতায়েন
সুনামগঞ্জে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
জাপানে বাজারে এলো মানব ওয়াশিং মেশিন
নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার টেকসই হয় না : ইশরাক হোসেন
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে-বিদেশে জনপ্রিয় নেতা ছিলেন : এ্যানি
রাজধানীর উত্তরায় জামায়াতের নির্বাচনী গণমিছিল
খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুণ্ন হয় : অ্যাটর্নি জেনারেল
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
১০