ট্রাম্প প্রশাসন রুশ বিজ্ঞানীকে বহিষ্কার করতে চাইছে : আইনজীবী

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৪:০৩

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের এক বিজ্ঞানীকে তার নিজ দেশ রাশিয়ায় নির্বাসন দিতে চাইছে। তিনি রাজনৈতিক নিপীড়নের ভয়ে রাশিয়া থেকে পালিয়ে এসেছিলেন। তার আইনজীবী বুধবার এএফপিকে এ তথ্য জানিয়েছেন। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক কেসেনিয়া পেট্রোভাকে গত ফেব্রুয়ারিতে ফ্রান্সে ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্রে ফেরার পর ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) আটক করে।

গত ১৬ ফেব্রুয়ারি দায়ের করা একটি ফৌজদারি অভিযোগ অনুসারে, পেট্রোভাকে তার লাগেজে থাকা জৈবিক নমুনা ঘোষণা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে বোস্টনের একটি বিমানবন্দরে কাস্টমস কর্মকর্তারা তাকে আটকিয়ে ছিলেন। পরে তাকে বলা হয়, তার ভিসা বাতিল করা হয়েছে এবং তাকে রাশিয়ায় ফেরত পাঠানো হবে। 

পেট্রোভার আইনজীবী গ্রেগরি রোমানভস্কি এএফপিকে দেওয়া এক ইমেলে বলেছেন, ‘এটা সত্য, সরকার কেসেনিয়াকে নির্বাসন দেওয়ার চেষ্টা করছে’। 

ফৌজদারি অভিযোগ অনুসারে, পেট্রোভা কর্তৃপক্ষকে বলেছিলেন, তিনি আশঙ্কা করছেন যে রাজনৈতিক বিক্ষোভে অংশগ্রহণের জন্য রাশিয়ায় ফিরে গেলে তাকে গ্রেপ্তার করা হবে।

রোমানভস্কি বলেন, ‘আমরা কেসেনিয়ার অধিকারের জন্য লড়াই চালিয়ে যাব, সেইসাথে মার্কিন যুক্তরাষ্ট্রে তার অভিবাসন মর্যাদার জন্যও’।

গত জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে অভিবাসীদের প্রত্যাবাসন বৃদ্ধির জন্য চাপ দিচ্ছেন।

ট্রাম্প প্রশাসন বিক্ষোভে জড়িত বিদেশী শিক্ষার্থীদের ভিসা বাতিল এবং বহিষ্কারের পদক্ষেপ নিয়েছে, তাদের বিরুদ্ধে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে সমর্থন করার অভিযোগ এনেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
আবদুল্লাহ আল নোমান  ছিলেন চট্টগ্রামের উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. শাহাদাত হোসেন 
বিএনপির সদস্য সংগ্রহে সর্বোচ্চ সতর্কতার আহ্বান মির্জা আব্বাসের
১০