বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২২:৪৫ আপডেট: : ১৫ মে ২০২৫, ২৩:৫৭

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : আগামী সপ্তাহে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), যেখানে আলোচ্যসূচিতে রয়েছে বহুল প্রতীক্ষিত মহামারি প্রতিরোধ চুক্তি গ্রহণ ও যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা কমে যাওয়ায় সংস্থার বাজেট সংকোচনের প্রস্তাব।

জেনেভা থেকে এএফপি জানায়, জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থার বাৎসরিক সিদ্ধান্তগ্রহণকারী পরিষদ ১৯ থেকে ২৭ মে পর্যন্ত জেনেভায় বৈঠকে বসবে। এতে শীর্ষ পর্যায়ের অসংখ্য কর্মকর্তা ও হাজার হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন।

ডব্লিউএইচও’র সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বোহমে বলেন, ‘এই বৃহৎ সমাবেশটি বৈশ্বিক স্বাস্থ্যের এক মোড়লগ্ন সময়ে অনুষ্ঠিত হচ্ছে।’ তিনি জানান, বর্তমানে দেশগুলো নতুন নতুন হুমকি ও বৈশ্বিক স্বাস্থ্য ও উন্নয়ন কাঠামোয় মৌলিক পরিবর্তনের মুখোমুখি হচ্ছে।

তিন বছরের আলোচনার পর ঐকমত্য

কোভিড-১৯ মহামারির পাঁচ বছর পর, এই বৈঠকের অন্যতম মূল বিষয় হচ্ছে ভবিষ্যতের মহামারির জন্য প্রস্তুতি ও প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি বহুপাক্ষিক একটি চুক্তি। তিন বছরেরও বেশি সময় ধরে আলোচনার পর গত মাসে সদস্য রাষ্ট্রগুলো একটি খসড়া চুক্তিতে ঐকমত্যে পৌঁছে। মঙ্গলবার চুক্তিটি অনুমোদনের জন্য বিশ্ব স্বাস্থ্য পরিষদের (ডব্লিউএইচএ) আলোচনায় তোলা হবে।

চুক্তির অন্যতম প্রধান অংশ ‘প্যাথোজেন অ্যাক্সেস অ্যান্ড বেনিফিট-শেয়ারিং সিস্টেম’ (চঅইঝ), যার লক্ষ্য হচ্ছে রোগজীবাণু সম্পর্কিত তথ্য দ্রুত ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কাছে পৌঁছানো, যেন তারা দ্রুত প্রতিরোধক ও ওষুধ তৈরির কাজ শুরু করতে পারে।

এই পিএপিএস সংযুক্তি ২০২৬ সালের বিশ্ব স্বাস্থ্য পরিষদে গৃহীত হলে পুরো চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত হবে। চুক্তিটি কার্যকর করতে হলে কমপক্ষে ৬০টি দেশকে তা অনুসমর্থন করতে হবে, জানিয়েছেন ডব্লিউএইচও’র প্রধান আইন উপদেষ্টা স্টিভেন সলোমন।

যুক্তরাষ্ট্র ছাড়াই বহুপক্ষীয়তা

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, চুক্তির শেষপর্যায়ের আলোচনায় যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় ফিরে ডব্লিউএইচও ও চুক্তি আলোচনায় থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দেন।

একজন ইউরোপীয় কূটনীতিক বলেন, ‘এই চুক্তি বহুপাক্ষিকতার জন্য এক উদ্দীপক ইনজেকশন, যদিও এই বহুপাক্ষিকতা এবার যুক্তরাষ্ট্র ছাড়া।’

বাজেট সংকোচন: ৫০০ মিলিয়ন ডলারের ঘাটতি

সপ্তাহব্যাপী এই বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডব্লিউএইচও’র কার্যক্রম ও অর্থায়নের পুনর্গঠন।

সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থসহায়তা হ্রাসের কারণে ডব্লিউএইচও ২০২৬-২০২৭ সালের বিয়েনিয়ামের জন্য ৫০০ মিলিয়ন ডলারের বেতন ঘাটতির সম্মুখীন হবে।

২০২২-২০২৩ মেয়াদে যুক্তরাষ্ট্র ডব্লিউএইচও-কে ১.৩ বিলিয়ন ডলার দিয়েছে, যার বেশিরভাগই প্রকল্পভিত্তিক।

 গেব্রেয়েসুস জানান, বাজেট ঘাটতি মোকাবেলায় নেতৃত্বপর্যায়ে প্রায় অর্ধেক পদ ছাঁটাই করা হবে।

সদস্যপদ ফি বাড়ানোর প্রস্তাব

ডব্লিউএইচও ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫০ শতাংশ বাজেট সদস্যপদ ফি থেকে সংগ্রহের লক্ষ্যে সদস্য রাষ্ট্রদের ফি ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেবে। যদি প্রস্তাব পাস হয়, সংস্থাটি ২৬০ কোটি ডলার পর্যন্ত সংগ্রহ করতে পারবে, যা মোট বাজেটের ৬০ শতাংশের বেশি।

তবু বাকি থাকবে প্রায় ১৭০ কোটি ডলারের বাজেট ঘাটতি।

গেব্রেয়েসুস বলেন, ‘যদি আগের সিদ্ধান্ত না থাকত, তাহলে বর্তমান পরিস্থিতি আরও খারাপ হতো,  প্রায় ৩০০ মিলিয়ন ডলার ঘাটতি হতো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০