স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে ১২ অভিবাসী নিখোঁজ

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৪:১৬

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ভূমধ্যসাগরে স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জে যাওয়ার সময় নৌকা থেকে লাফিয়ে পড়ে ১২ জন অভিবাসী নিখোঁজ হয়েছে, শনিবার সেখানকার কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মাদ্রিদ থেকে এএফপি জানায়, ক্যাব্রেরা দ্বীপের ৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একই নৌকা থেকে আরও ১৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে ।

উদ্ধারকৃত অভিবাসী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শুক্রবার ১২ জন যাত্রি নৌকা থেকে লাফিয়ে পড়েন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্পেনের সিভিল গার্ড এবং কোস্টগার্ড উত্তর আফ্রিকা থেকে আসা নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, এই বছর উত্তর আফ্রিকা থেকে বালিয়ারিকে অভিবাসন ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

বছরের শুরু থেকে ১৫ আগস্ট পর্যন্ত, ৪ হাজার ৩২৩ জন অভিবাসী দ্বীপপুঞ্জে এসেছে। ২০২৪ সালে একই তারিখে এই সংখ্যা ছিল ২,৪৪৩ জন। এবারে বৃদ্ধির হার ৭৭ শতাংশ।

অন্যদিকে, পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে আগমন ৪৬ শতাংশ কমেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০