ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : মেক্সিকোর দুর্বল অর্থনীতি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার টানা তৃতীয়বারের মতো মূল সুদের হার অর্ধ-শতাংশ পয়েন্ট কমানোর ঘোষণা দিয়েছে। এটি চলতি বছরে তৃতীয়বারের মতো হার হ্রাসের পদক্ষেপ। মেক্সিকো থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
ব্যাংক অব মেক্সিকো বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, তাদের গভর্নিং বোর্ড সর্বসম্মতিক্রমে মূল সুদের হার অর্ধ-শতাংশ পয়েন্ট কমিয়ে ৮.৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈদেশিক বাণিজ্য উত্তেজনা ও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশেষ করে মার্কিন অর্থনীতির সম্ভাবনা নিম্নমুখী হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ব্যাংক আরও জানিয়েছে, বর্তমানে মুদ্রাস্ফীতির যে পরিবেশ বিরাজ করছে, তা ভবিষ্যতে সুদের হার আরও কমানোর সুযোগ সৃষ্টি করতে পারে। তবে এতে আর্থিক নীতিতে ‘সীমিত কঠোরতা’ বজায় রাখা হবে বলে উল্লেখ করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক থাকায় ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ মেক্সিকো ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বিবেচিত।
তবে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশটি মন্দা এড়াতে সক্ষম হয়েছে। প্রাথমিক সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ওই সময় মেক্সিকোর জিডিপি আগের প্রান্তিকের তুলনায় ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যদিও তার আগের প্রান্তিকে অর্থনীতি সংকুচিত হয়েছিল। যা ছিল তিন বছরের মধ্যে প্রথম সংকোচন।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে বিভিন্ন সময়ে মেক্সিকোর ওপর শুল্ক আরোপ করেছেন এবং নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন।
যদিও তিনি মেক্সিকোকে ‘পারস্পরিক শুল্ক আরোপযোগ্য’ দেশগুলোর তালিকা থেকে বাদ দিয়েছেন, তথাপি দেশটির গাড়ি নির্মাতা, ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিকারকরা এখনো যুক্তরাষ্ট্রের শুল্কের মুখোমুখি হচ্ছে।
মুদ্রানীতি সংশোধনের এই সিদ্ধান্ত বিশ্ববাজার ও বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। যেখানে মেক্সিকো ধীরে ধীরে অর্থনৈতিক স্থিতিশীলতার পথে ফিরে যাওয়ার চেষ্টা করছে।