ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস): ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতের এক সপ্তাহ পর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসলামাবাদে বৈঠক করেছেন।
ইসলামাবাদ থেকে এএফপি জানায়, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর এই সংঘাতে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।
ইসহাক দার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে ল্যামিকে স্বাগত জানান। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে তাদের সাক্ষাতের দৃশ্য দেখা গেছে।
গত সপ্তাহের সংঘর্ষের সময় যুক্তরাজ্যসহ একাধিক দেশ দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানায়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সে সময় বলেছিলেন, ব্রিটেন দুই দেশের সঙ্গে ‘জরুরি যোগাযোগ’ রক্ষা করছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী আদেল আল-জুবাইরও গত সপ্তাহে পৃথকভাবে ভারত ও পাকিস্তান সফর করে মধ্যস্থতার প্রস্তাব দেন।
সংঘাতের সূত্রপাত ঘটে ৭ মে, যখন ভারত পাকিস্তানের ভেতরে অবস্থিত কথিত ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালায়। এর আগে এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে এক ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হয়।
নয়াদিল্লি ওই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের দায়ী করে। ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে।
পরবর্তী চার দিন ধরে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও কামান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়, যাদের মধ্যে বহু বেসামরিক নাগরিক রয়েছেন।
উভয় দেশই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সদস্য। তারা একে অপরের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলেছে।