লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে প্রিন্সেস ক্যাথরিনের নতুন মোমের মূর্তি উন্মোচন

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ০৯:২৫

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস): লন্ডনের বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে বুধবার উন্মোচিত হলো প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিনের নতুন মোমের মূর্তি। ভবিষ্যতের রানি হিসেবে তাঁর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই মূর্তি নির্মাণ করা হয়েছে বলে জানায় জাদুঘর কর্তৃপক্ষ।

লন্ডন থেকে এএফপি জানায়, নতুন মূর্তিটি স্থাপন করা হয়েছে তার স্বামী প্রিন্স উইলিয়াম, রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার মূর্তির পাশে। ক্যাথরিনের মূর্তিটি পরেছে ঝলমলে গোলাপি জেনি প্যাকহ্যাম গাউন ও রুপালি হিল জুতা, সাথে রয়্যাল ভিক্টোরিয়ান অর্ডারের নীল ফিতাও।

জাদুঘর জানায়, ২০২৩ সালের ডিসেম্বরে বার্ষিক কূটনৈতিক সংবর্ধনায় ক্যাথরিন যে পোশাক পরেছিলেন, এটি তার প্রতি এক ধরনের শ্রদ্ধাঞ্জলি। মূর্তিটির মাথায় রাখা হয়েছে ‘লাভার্স নট’ টায়রার হুবহু অনুকৃতি, যা ১৯৮০-এর দশকে প্রিন্সেস ডায়ানার মূর্তিতেও ব্যবহৃত হয়েছিল।

মাদাম তুসো জাদুঘরের সিনিয়র জেনারেল ম্যানেজার স্টিভ ব্ল্যাকবার্ন বলেন, 'আমাদের প্রতিভাবান স্টুডিও দল নিপুণভাবে ক্যাথরিনের মূর্তি রাজকীয় সৌন্দর্যে তৈরি করেছে, যাতে তার ভবিষ্যৎ রানির ছাপ ঠিকভাবে ফুটে ওঠে।'

মোমের এই নতুন মূর্তি এসেছে এমন এক সময়ে, যখন প্রিন্সেস ক্যাথরিন প্রায় ১৪ মাস আগে—মার্চ ২০২৪-এ—এক অজ্ঞাত ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে জানিয়েছিলেন তিনি কেমোথেরাপি নিচ্ছেন। ওই সময়ের কিছু আগেই রাজা তৃতীয় চার্লসের (৭৬) ক্যান্সার ধরা পড়ে। চার্লস এখনও চিকিৎসাধীন, তবে ক্যাথরিন জানিয়েছেন তিনি বর্তমানে রেমিশনে রয়েছেন।

মূর্তিটি আরও সাজানো হয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের পারিবারিক সম্মানসূচক অর্ডার ও গ্রেভিল হীরার কানের দুলের অনুকরণে।

প্রিন্স উইলিয়ামের মূর্তিতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানায় মাদাম তুসো। তিনি পরেছেন কালো এড অ্যান্ড র‌্যাভেন্সক্রফট টাক্সেডো, সাদা বো টাই, গার্টারের অর্ডার ও সেনা পদকের রেপ্লিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিয়ানমারের সহিংসতার ভিডিওকে পার্বত্য চট্টগ্রামের বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত: বাংলাফ্যাক্ট
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন রাজকীয় অবমাননার মামলায় রায়ের মুখোমুখি
খুবিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব প্রদর্শনী
‘আমরা বিএনপি পরিবার’-এর সতর্কীকরণ বিজ্ঞপ্তি: প্রতারক চক্রকে ধরিয়ে দিন
খুবিতে ল্যাবরেটরি সেফটি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কুয়েত প্রবাসীর মৃত্যু
রাজধানীতে সিএনজি বন্ধ করে ছিনতাই চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪
ঝিনাইদহে ৩৮ বছরের শিক্ষকতা শেষে শ্রদ্ধা-ভালবাসায় প্রধান শিক্ষকের বিদায়
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাসপাতালে
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
১০