নাইজেরিয়ার ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যার দাবি জিহাদিদের

বাসস
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৪:৪৯

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইসলামিক স্টেট (আইএস) সমর্থিত একটি জিহাদি গোষ্ঠী সোমবার দাবি করেছে যে, তারা লেক চাদ অঞ্চলে জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্বদানকারী নাইজেরিয়ার একজন ব্রিগেডিয়ার জেনারেলকে হত্যা করেছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আইএস-সমর্থিত আমাক অনলাইন চ্যানেলে একটি পোস্টে, ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) শনিবার জানিয়েছে, তাদের যোদ্ধারা ‘দেশের উত্তরে একটি সামরিক বাহিনীর উপর একটি সফল অতর্কিত আক্রমণের পর নাইজেরিয়ান সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে হত্যা করেছে’।

ওই পোস্টটির সাথে দুটি ছবি ছিল। একটিতে ব্রিগেডিয়ার জেনারেল এম. উবাকে মাটিতে বসে থাকতে দেখা যাচ্ছে এবং অন্যটিতে ধরা পড়ার আগে তার অফিসে বসে থাকতে দেখা যাচ্ছে।

যদি নিশ্চিত হয়ে যায়, তাহলে উবা হবেন ২০২১ সালের পর দেশটির দীর্ঘ জিহাদি যুদ্ধে নিহত সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা।

শুক্রবার উত্তর-পূর্ব বোর্নো রাজ্যের ওয়াজিরকো শহরের কাছে আইএসডব্লিউএপি যোদ্ধারা একটি সেনা কনভয়ে অতর্কিত হামলা চালানোর পর ডাম্বোয়া শহরে নাইজেরিয়ান সেনাবাহিনীর ২৫তম ব্রিগেডের কমান্ডার নিখোঁজ হন।

নাইজেরিয়ার সেনাবাহিনী শনিবার উবাকে বন্দী করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরকে ‘ভুয়া বলে আখ্যা দিয়েছে। তারা বলেছে অতর্কিত হামলায় দুই সৈন্য এবং সেনাবাহিনীকে জিহাদিদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্যকারী একটি মিলিশিয়ার দুই যোদ্ধা নিহত হওয়ার পর তিনি ঘাঁটিতে ফিরে এসেছেন।

নাইজেরিয়ার একটি গোয়েন্দা সূত্র গতকাল রোববার রাতে এএফপিকে জানিয়েছে, উবাকে ১৬ জন সৈন্যসহ আটক করা হয়েছে এবং তারা ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ আশা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠির ডিসির সঙ্গে জেলার দপ্তর প্রধানদের মতবিনিময়
ভেটেরিনারি পেশায় নৈতিকতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপনের কর্মসূচি
হাবিপ্রবিতে মাশরুম চাষ বিষয়ক কর্মশালার উদ্ভোধন
সারাদেশে গত ২৪ ঘন্টায় ১,৬৪৯ জন গ্রেফতার
সরকারি খরচায় ১৩ লাখ ৩০ হাজার ১৬১ জনকে আইনি সহায়তা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩৯৫ মামলা
শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
টঙ্গীতে চট ও প্লাস্টিকের গুদামে আগুন 
সারাদেশে গত ২৪ ঘন্টায় ১,৬৪৯ জন গ্রেফতার
১০