মারিউপোল অবরোধের সেনাপতি মর্দভিচেভকে রাশিয়ার স্থলবাহিনীর প্রধান নিয়োগ

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৬:৫০

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : মারিউপোল শহরে দীর্ঘ ও কঠিন অবরোধ অভিযানের নেতৃত্বদানকারী জেনারেল আন্দ্রে মর্দভিচেভকে রাশিয়ার স্থলবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রুশ সেনাবাহিনীর সরকারি পত্রিকা রেড স্টার এ খবর জানিয়েছে।

মস্কো থেকে এএফপি জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোউসোভ বলেন, ৪৯ বছর বয়সী এই জেনারেল একজন ‘অভিজ্ঞ যুদ্ধ কর্মকর্তা’, যিনি রাশিয়ার কথিত ‘বিশেষ সামরিক অভিযান’-এর সময় দক্ষ সেনানায়কের গুণাবলি পুরোপুরি প্রদর্শন করেছেন।

২০২২ সালে ইউক্রেন আক্রমণের প্রথম দিকেই রুশ বাহিনী কৃষ্ণসাগর উপকূলবর্তী ব্যস্ত বন্দরনগরী মারিউপোলে প্রবেশ করে এবং প্রায় তিন মাস ধরে নির্মম অবরোধ চালায়। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে, এতে প্রায় ৮,০০০ মানুষ প্রাণ হারায়।

সাবেক সময়ে ইউক্রেনের শস্যবাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত মারিউপোল শহরটি ছিল রাশিয়ার সবচেয়ে বড় সামরিক সাফল্যগুলোর একটি। তবে যুদ্ধের কারণে শহরটির প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ পালিয়ে গেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।

ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা সংস্থা মর্দভিচেভকে আজভস্তাল ইস্পাত কারখানার অবরোধ অভিযানের মূল পরিকল্পনাকারী হিসেবে দায়ী করেছে। এই কারখানাটি আজভ ব্রিগেডের নিয়ন্ত্রণে ছিল, যাদের সঙ্গে ডানপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। ওই কারখানাই ছিল শহরের শেষ প্রতিরোধস্থল।

ইউক্রেন মর্দভিচেভকে একজন যুদ্ধাপরাধী হিসেবে বিবেচনা করে এবং তাকে ইউক্রেনীয় বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর নৃশংসতার নির্দেশদানের অভিযোগে অভিযুক্ত করেছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মর্দভিচেভ ইউক্রেনের পূর্বাঞ্চলের শিল্পশহর আভদিইভকা দখলের নেতৃত্ব দেন, যা তিন মাসব্যাপী রক্তক্ষয়ী অভিযানের পর সম্পন্ন হয়। এ অভিযানের জন্য তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ব্যক্তিগত অভিনন্দনবার্তা পান।

কাজাখস্তানে জন্মগ্রহণকারী মর্দভিচেভ ১৯৯৭ সাল থেকে রুশ সেনাবাহিনীতে কর্মরত এবং ২০১৬ সাল থেকে বিভিন্ন পদে কমান্ডিং দায়িত্ব পালন করে আসছেন।

তার পূর্বসূরি ওলেগ সালিউকভ (৭০) গত সপ্তাহে পুতিনের আদেশে পদচ্যুত হন এবং তাকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই পরিষদটি নিয়মিতভাবে পুতিনের সঙ্গে বৈঠক করে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মানবতাবিরোধী অপরাধ: গ্রেফতার করতে পারবেন তদন্তকারী কর্মকর্তা- প্রসিকিউটর
বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটার ক্রয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
দেশীয় পশু দিয়েই বরিশালের কোরবানির পশুর চাহিদা মেটানো সম্ভব
রেলওয়েতে অগ্রিম টিকিট বিক্রি শুরু
পল্টনে ঝটিকা মিছিল: ছাত্রলীগ নেতা রিপন-নাঈমসহ ১০ জন কারাগারে
কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদারের বাসায় অগ্নিকাণ্ড নিয়ে ভুয়া তথ্য প্রচার : বাংলাফ্যাক্ট
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ২৫৮
পিরোজপুরে অপহরণ মামলায় তিন জনের কারাদণ্ড
জাতীয় রাজস্ব বোর্ড এখনি বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই : অর্থ মন্ত্রণালয়
মিয়ানমারের সঙ্গে মানবিক করিডোর নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : আজাদ মজুমদার
১০