কেনেডিকে টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধের আহ্বান মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের

বাসস
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ২১:১৮
ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র। ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন স্বাস্থ্য সংস্থাগুলোর বর্তমান ও সাবেক হাজরো কর্মচারী বুধবার অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র ভুল তথ্য ছড়িয়ে তাদের ঝুঁকিতে ফেলছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, এক খোলা চিঠিতে ফেডারেল কর্মকর্তারা স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়রের কঠোর সমালোচনা করেন। প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রধান স্বাস্থ্য সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)’র সদর দপ্তরে সশস্ত্র হামলার ঘটনার পর এই সমালোচনা আরও জোরালো হয়েছে।

কোভিড-১৯ ভ্যাকসিনের কারণে অসুস্থ হয়েছেন এমন অভিযোগ এনে গত ৮ আগস্ট এক বন্দুকধারী আটলান্টাভিত্তিক সিডিসির একাধিক ভবনে হামলা চালায় এবং এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।

খোলা চিঠিতে স্বাক্ষরকারীরা বলেন, এ হামলা ‘কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না’। জনপ্রতিনিধিদের রাজনৈতিক বক্তব্যের কারণে জনসাধারণের প্রতিষ্ঠানের প্রতি অবিশ্বাস বাড়ছে। এ বক্তব্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বিশ্বস্ত পরামর্শকের পরিবর্তে ‘ভিলেন’ হিসেবে উপস্থাপন করছে এবং এখন তা সহিংসতায় রূপ নিচ্ছে।

চিঠিতে বলা হয়, কেনেডি স্বাস্থ্য নিয়ে বারবার ভুল তথ্য ছড়িয়ে আমেরিকার জনস্বাস্থ্য অবকাঠামো ভেঙে দেওয়া  এবং জাতিকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলার জন্য দায়ী।

চিঠিতে স্বাস্থ্যমন্ত্রীকে তার অবস্থান পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে।

গুপ্তহত্যার শিকার  হওয়া সাবেক প্রেসিডেন্ট জন এফ. কেনেডির ভাতিজা রবার্ট এফ. কেনেডি জুনিয়র স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে বৈজ্ঞানিক মতৈক্য বিরোধী নানা মন্তব্য করেছেন, বিশেষ করে টিকার প্রতি সন্দেহ প্রকাশ করে  তিনি নানা মন্তব্য করেছেন।

টিকার প্রতি এ সংশয়কে বহু বিশেষজ্ঞ নিন্দা করেছেন। বুধবার পর্যন্ত কেনেডিকে কংগ্রেসে অভিশংসনের দাবিতে করা এক পিটিশনে ১২ হাজার ৬০০-এর বেশি স্বাক্ষর জমা পড়েছে।

মার্কিন সরকারি কর্মচারীরা এর আগেও ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের বিবৃতি দেন। তবে এবার বিবৃতিতে অনেক স্বাক্ষর গোপন রাখা হয়েছ। কারণ গত মাসে পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ)’র প্রায় ১৪০ জন কর্মীকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় ছুটিতে পাঠানো হয়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০