রাজকীয় অবমাননার অভিযোগ থেকে খালাস পেলেন থাকসিন

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১০:২১ আপডেট: : ২২ আগস্ট ২০২৫, ১৩:২৭

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা শুক্রবার রাজকীয় মানহানির অভিযোগ থেকে খালাস পেয়েছেন। 

আদালতের এ রায়ের ফলে প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে থাই রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী সিনাওয়াত্রা পরিবারের একটি বড় হুমকি দূর হয়েছে বলে মনে করা হচ্ছে।

ব্যাংক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

৭৬ বছর বয়সী থাকসিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনি সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ডে দণ্ডিত হতেন। তবে ব্যাংককের আদালত তাকে রাজা মহা ভাজিরালংকর্ন এবং তার পরিবারের সমালোচনাকে অপরাধমূলক করার জন্য রাজ্যের কঠোর লেস-ম্যাজেস্ট আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি।

থাকসিনের আইনজীবী উইনিয়াত চ্যাটমন্ট্রি সাংবাদিকদের বলেন, ‘আদালত থাকসিনের বিরুদ্ধে আনা অভিযোগ নাকচ করেছে। যেসব তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়েছিল, তা অভিযোগ প্রমাণে যথেষ্ট নয় বলে রায়ে উল্লেখ করা হয়েছে।’

তাই হাসিমুখে আর কোনও মন্তব্য না করেই মামলাটি ‘খারিজ’ করা হয়েছে বলে জানান তিনি। 

থাকসিন তার আইনজীবীর সামনে আদালত ত্যাগ করেন।

তবে তার রাজবংশ এখনও অনিশ্চিত, তার মেয়ে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা আগামী সপ্তাহে আদালতের রায়ের মুখোমুখি হচ্ছেন এবং তার পদ থেকে বরখাস্ত হতে পারেন।

থাকসিনের রাজকীয় অবমাননার এই মামলাটি দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে তার বোন ইংলাককে উৎখাত করে ২০১৪ সালের সামরিক অভ্যুত্থানের বিষয়ে এক দশকের পুরনো মন্তব্যের ভিত্তিতে তৈরি।

এএফপি থাকসিনের মন্তব্য বিস্তারিতভাবে জানাতে পারছে না কারণ লেস-ম্যাজেস্ট আইন এতটাই কঠোর, যে তা করা নিজেই একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে ‘সাপ ও সর্পদংশন, প্রতিরোধ ও চিকিৎসা’  শীর্ষক প্রশিক্ষণ 
জয়পুরহাটে আ.লীগ নেতা স্বাধীন গ্রেপ্তার
রাজশাহীতে আ.লীগের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৬
জনগণের ভোটের মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই: অধ্যাপক মুজিবুর রহমান 
ভূমি অধিগ্রহণ জটিলতায় অনিশ্চিত কলাতলা-নিলখী সেতু নির্মাণ
চীনে নির্মাণাধীন সেতুর দড়ি ছিঁড়ে নিহত ৭, নিখোঁজ ৯ 
গুগলের সঙ্গে ১০ বিলিয়ন ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে মেটা
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ সেতু পারাপার, দুর্ভোগ
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করা কোরীয় সেনাদের সম্মান জানালেন কিম
আজ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা
১০