৭৮তম কানস চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান জিতলেন ইরানের জাফর পানাহি

বাসস
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৯:৩৪

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস) : ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির রাজনৈতিক থ্রিলার ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট ৭৮তম কানস চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ সম্মান পাম দ’অর জিতে নিয়েছে।

কান থেকে এএফপি জানায়, ইরানের স্বৈরশাসন ও দুর্নীতির বিরুদ্ধে এক জোরালো অভিযোগ হিসেবে বিবেচিত এই চলচ্চিত্রটি পুরস্কার জয়ের মধ্য দিয়ে শেষ হয় কানসের এবারের উত্তেজনাপূর্ণ আসর।

প্রতিবাদী নির্মাতা হিসেবে পরিচিত পানাহি একসময় গোপনে চলচ্চিত্র তৈরি করতেন ও বিদেশি উৎসবে পাঠাতেন। দীর্ঘ ২২ বছর পর এবার তিনি সশরীরে কানসে অংশ নেন এবং  চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান গ্রহণ করেন।

জেলে কাটানো অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট একদল সাবেক বন্দির গল্প, যারা একদিন হঠাৎ তাদের সেই নির্যাতকের মুখোমুখি হয়, যে জেলে তাদের ওপর ভয়ংকর নিপীড়ন চালিয়েছিল। তারা এবার সিদ্ধান্ত নেয়, তাকে হত্যা করবে কি না।

পুরস্কার গ্রহণের সময় পানাহি বলেন, ‘এটা এমন এক মুহূর্ত যখন আমি সব ইরানিকে, দেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে বলছি—আসুন আমরা আমাদের মতপার্থক্য ভুলে যাই। আমাদের দেশ এবং তার স্বাধীনতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত উৎসবের শেষ দিন

উৎসবের শেষ দিন শনিবার হঠাৎই বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবে যায় কানসের একাংশ। রাস্তায় সৃষ্টি হয় যানজট, দোকান থেকে মানুষ বেরিয়ে আসে রাস্তায়। এক সেলুনে চুলে কালার লাগানো এক নারী বললেন, ‘এটা বোধহয় শেষের শুরু।’

তবে পালেহ দে ফেস্টিভালে দ্রুত জেনারেটর চালু হয় এবং ফের প্রদর্শনী শুরু হয়, আর প্রস্তুত হয় পুরস্কার ঘোষণার মঞ্চ।

অন্যান্য পুরস্কার

গ্রঁ প্রি (গ্রান্ড প্রিক্স) জিতে নেয় জোয়াকিম ট্রিয়ারের নরওয়েজিয়ান চলচ্চিত্র সেন্তিমঁতাল ভাল্যু। এটি এক নিঃশব্দে ভেঙে পড়া পরিবারের আবেগঘন গল্প।

যৌথ জুরি প্রাইজ পায় ওলিভার লাক্সের মরোক্কোর মরুভূমিতে রেভারদের নিয়ে নির্মিত সিরা এবং মাস্শা শিলিনস্কির জার্মান ফার্মে বেড়ে ওঠা চার প্রজন্মের নারীর গল্প সাউন্ড অব ফলিং।

সেরা পরিচালক হয়েছেন ব্রাজিলের ক্লেবার মেনডোনসা ফিলহো, তার ৭০-এর দশকের স্বৈরশাসনের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র দ্য সিক্রেট এজেন্টের জন্য।

সেরা অভিনেতা হয়েছেন একই ছবির ওয়াগনার মউরা।

সেরা অভিনেত্রী হয়েছেন নবাগত নাদিয়া মেলিতি, ফ্রেঞ্চ-আলজেরিয়ান কিশোরী চরিত্রে হাফসিয়া হারজির প্রথম প্রতিযোগিতামূলক চলচ্চিত্র দ্য লিটল সিস্টার-এ অভিনয়ের জন্য।

দার্দেন ভ্রাতৃদ্বয়ের ইয়াং মাদারস জিতে নেয় সেরা চিত্রনাট্য, যেখানে কিশোরী মায়েদের জীবনসংগ্রাম ফুটে উঠেছে।

নতুন নির্মাতাদের স্বীকৃতি

ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে ইরাকের হাসান হাদির দ্য প্রেসিডেন্টস কেক ক্যামেরা দ’অর জিতে নেয়। ছবিটি সাদ্দাম আমলের এক কঠিন বাস্তবতা তুলে ধরেছে এবং অনেকে বলছেন এটি হতে পারে ইরাকের প্রথম অস্কার মনোনয়নপ্রাপ্ত ছবি।

রাজনীতি বনাম সিনেমা

চলমান গাজা যুদ্ধের ছায়া ছিল পুরো উৎসবে। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় গাজায় যুদ্ধের ছবি তুলতে গিয়ে নিহত ফাতমা হাসুনাকে নিয়ে নির্মিত তথ্যচিত্র পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদেশি চলচ্চিত্রে সম্ভাব্য শুল্ক আরোপ নিয়েও আলোচনার ঝড় ওঠে। উদ্বোধনী রাতে রবার্ট ডি নিরো মার্কিন প্রেসিডেন্টকে আক্রমণ করে বলেন, ‘এই শিল্পের স্বাধীনতার জন্য এখনই লড়াইয়ের সময়।’

#মি-টু ও শিল্পজগতের লজ্জা

ফ্রান্সের বিখ্যাত অভিনেতা জেরার দেপারদিউ-কে নারী সহকর্মীকে শ্লীলতাহানির দায়ে শাস্তি দেওয়ার দিনে উৎসব শুরু হয়, যেখানে নারীদের পোশাক নিয়ে নতুন নিয়ম ও একজন অভিযুক্ত অভিনেতাকে গালা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই মনে করছেন, এটি #মি-টু আন্দোলনের প্রতি উৎসব কর্তৃপক্ষের এক বাস্তব সম্মান জানানো পদক্ষেপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই
জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া
‘নতুন কুঁড়ি’ ঢাকা পর্বে রাজশাহীর ১২০ প্রতিযোগী মনোনীত
শ্রমিকদের বেতন-মজুরি প্রদানের দায়িত্ব মালিকদের: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব
ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত
গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ করল গুম কমিশন
সরকার দেশের কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও ব্যবসা বান্ধব করতে কাজ করছে: এনবিআর চেয়ারম্যান
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
সুরের মূর্ছনায় লালবাগ কেল্লায় ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
১০