কেনিয়ায় ৫ জনের লাশ উদ্ধার

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ২০:৫৫

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : কেনিয়ার উপকূলে দুই শিশুহর পাঁচ জনের লাশ উদ্ধার হয়েছে। এদের মৃত্যু ২০২৩ সালে একটি ধর্মীয় গোষ্ঠীর অনুসারীদের অনশনে মৃত্যুর কুখ্যাত ঘটনার সঙ্গে সম্পর্কিত বলে আজ শুক্রবার পুলিশ এএফপিকে জানিয়েছে।

নাইরোবি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, কেনিয়ায় এক ধর্মগুরু তার অনুসারীদের আমৃত্যু অনশনের নির্দেশ দিয়েছেনু এমন অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ উপকূলীয় মালিন্দি শহরের কাছে ২০২৩ সালে কবর খুঁড়ে ৪ শতাধিক লাশ উদ্ধার করে। এটি ‘শাকাহোলা ফরেস্ট ম্যাসাকার’ নামে পরিচিত।

এই ঘটনা পুরো দেশের মানুষকে নাড়া দিয়েছিল এবং বিশ্বব্যাপী শিরোনামে উঠে এসেছিল। এ ঘটনায় উপকূলীয় শহর মোম্বাসায় স্বঘোষিত যাজক পল ম্যাকেঞ্জির বিচার চলছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

কেনিয়ার অপরাধ তদন্ত বিভাগের (ডিসিআই) কর্মকর্তা রবার্ট কিনজে এএফপিকে বলেন, ‘কর্মকর্তারা কিলিফি কাউন্টির চাকামা এলাকার বিনজারো গ্রামের কাছে পাঁচ একর জমিতে শাকাহোলা থেকে উপকূলের দিকে অন্তত ২৭টি স্থান খনন করেছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা পাঁচ জনের লাশ খুঁজে পেয়েছি। বেশিরভাগ দেহাবশেষই পচা-গলা অবস্থায় পাওয়া গেছে। মনে হয়, লাশগুলো এক বছরেরও বেশি সময় আগের। তবে একজনকে সম্ভবত সাত থেকে আট মাস আগে সমাহিত করা হয়েছে।’

তাদের বয়স পাঁচ থেকে সাত বছরের জানিয়ে রবার্ট বলেন, ‘আমরা যে মরদেহ উদ্ধার করেছি, তার মধ্যে দুই শিশুর মরদেহ রয়েছে।’ এটি শাকাহোলা কাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলেও ধারণা করেন তিনি।

তিনি আরো বলেন, ‘১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিন জনকে ভুক্তভোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘যে ব্যক্তিদের আমরা আজ আটক করেছি, তারা স্বঘোষিত যাজক পল ম্যাকেঞ্জির অনুসারী।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০