নিউ ইয়র্ক রাজ্যে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫, অনেকেই আহত

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১১:০৬

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের একটি মহাসড়কে গতকাল শুক্রবার একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে। নিউইয়র্ক রাজ্যের পুলিশ এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পর্যটকরা নায়াগ্রা জলপ্রপাত পরিদর্শন শেষে নিউ ইয়র্ক সিটিতে ফেরার সময় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাফেলো থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) পূর্বে অবস্থিত পেমব্রোকের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে নিউ ইয়র্ক রাজ্যের পুলিশ কমান্ডার মেজর আন্দ্রে রে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বাসের গতি বেশি থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে।  

তিনি বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, বাসটিতে ৫৪ জন পর্যটক নিয়ে কানাডার সীমান্তে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাতের উদ্দেশ্যে যাত্রা করেছিল। বাসটি ফেরার পথে একটি মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০