ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : কলম্বিয়ায় গত বৃহস্পতিবার জোড়া গেরিলা হামলায় ১৯ জন নিহত হওয়ার পর এবং কয়েক দশকের মধ্যে দেশের সবচেয়ে খারাপ নিরাপত্তা সংকট আরো গভীর হওয়ায় শুক্রবার আগ্রাসী সশস্ত্র গোষ্ঠীগুলোর হুমকি মোকাবেলা করা হবে বলে হুশিয়ার করেছে।
ক্যালি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ গ্রীষ্মমন্ডলীয় শহর ক্যালিতে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে সাথে বৈঠক করেছেন। এখানে বৃহস্পতিবার বিকেলে একটি ব্যস্ত রাস্তায় একটি ট্রাক বোমা বিস্ফোরণে ছয়জন নিহত এবং ৬০ জন আহত হয়।
শহরের উত্তরে একটি সামরিক বিমান চলাচল স্কুলের কাছে গাড়িতে লাগানো সিলিন্ডার বোমা বিস্ফোরণ ঘটে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে নিহতরা সকলেই বেসামরিক নাগরিক।
সানচেজ শুক্রবারের সভা থেকে বেরিয়ে এসে ‘অপারেশন সুলতানা’ ঘোষণা করেন। তিনি বলেছেন যে ‘সন্ত্রাসী হুমকিকে মোকাবেলা করা হবে’ এবং ‘যেকোনো সন্ত্রাসী হামলা থেকে ক্যালি এবং এর আশেপাশের এলাকাকে রক্ষা করা হবে’।
তিনি বলেন, ‘আরো প্রযুক্তি এবং গোয়েন্দা ক্ষমতার মাধ্যমে সার্চ ব্লককে শক্তিশালী করা হবে।