ইউক্রেনের আরো দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার

বাসস
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ২০:২৭

ঢাকা, ২৩ আগস্ট, ২০২৫ (বাসস) : রাশিয়া আজ শনিবার জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কে তাদের বাহিনী আরো দুটি গ্রাম দখলে নিয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রচেষ্টার মধ্যেই স্থলভাগে সম্মুখযুদ্ধে সামরিক চাপ বাড়িয়ে দিয়েছে মস্কো।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, যুদ্ধবিধ্বস্ত দোনেৎস্কে রুশ বাহিনী ধীর গতিতে হলেও একের পর এক স্থান দখল করে চলেছে। সেখানে একেবারে হাতেগোনা বাসিন্দা রয়েছেন এবং অল্পকিছু ভবন অক্ষত অবস্থায় রয়েছে। তারা যুদ্ধরত এলাকায় কিয়েভের মূল প্রতিরক্ষা লাইনের আরো কাছাকাছি চলে এসেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, মস্কো দোনেৎস্ক এলাকায় স্রেডনে ও  ক্লিবান-বাইক গ্রাম দখলে নিয়েছে।

ক্লিবান-বাইক গ্রাম দখলের ফলে রুশ বাহিনী কোস্টিয়ানটিনিভকার দিকে আরো অগ্রসর হবে। জায়গাটি ইউক্রেনের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মজুদের স্থান।

গতকাল শুক্রবার রাশিয়া জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চলের তিনটি গ্রাম দখলে নিয়েছে তাদের বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সৈন্যরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের তিনটি গ্রাম দখল করেছে। গ্রাম তিনটি হলো- কাতেরিনিভকা, ভলোদিমিরিভকা ও রুসিন ইয়ার।

রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের আশা ক্ষীণ হয়ে যাওয়ার মুহূর্তে মস্কোর পক্ষ থেকে নতুন করে গ্রামগুলো দখলে নেওয়ার ঘোষণা এলো। দেশ দুটির প্রেসিডেন্টের বৈঠকের ব্যাপারে প্রচার চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল বলেছেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়া আক্রমণ দীর্ঘায়িত করার চেষ্টা করছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেন ন্যাটো প্রধান
রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সম্পাদক সোহেল, সহ-সভাপতি সাজু
বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির
ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: পুতিন 
বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন: চীনা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
ডিএসসিসি’র পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত  
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪
টঙ্গীর তুরাগের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
১০