ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার পর রাশিয়া পারমাণবিক প্লান্টে আগুন

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১১:৩৮

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : রাশিয়ার সেনারা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার পর রোববার দেশটির একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে কেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মস্কো থেকে এএফপি এ সংবাদ জানায়।

কুর্স্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (এনপিপি)-র পক্ষ থেকে জানানো হয়, ড্রোনটি আঘাত হানার সঙ্গে সঙ্গেই ‘ডিভাইসটি বিস্ফোরিত’ হয় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা কমে গেছে।

বিদ্যুৎকেন্দ্রটি তাদের টেলিগ্রাম বার্তায় জানায়, ‘কুর্স্ক এনপিপি শিল্প এলাকায় এবং এর আশেপাশে বিকিরণ পরিস্থিতিতে কোনো পরিবর্তন ঘটেনি এবং তা স্বাভাবিক পর্যায়েই রয়েছে।’

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর আশেপাশে যুদ্ধের ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বারবার সতর্ক করেছে।

কেন্দ্রটি রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছে, কুর্স্ক নগরীর পশ্চিমে অবস্থিত। ওই শহরটি ওই অঞ্চলের রাজধানী, যেখানে প্রায় ৪ লাখ ৪০ হাজার মানুষের বসবাস।

রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। যার মধ্যে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে।

এ যুদ্ধে ইতিমধ্যে কয়েক হাজার হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বহু শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইউক্রেন ও পশ্চিমাদের পক্ষ থেকে নিঃশর্ত ও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার প্রত্যাখ্যান করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০