কলম্বিয়ায় বোমা হামলায় খুনের অভিযোগে দুই গেরিলা আটক

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১২:২৫

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : কলম্বিয়ার ক্যালি শহরে গত বৃহস্পতিবার ট্রাক বোমা হামলার অভিযোগে দুই গেরিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বোমা হামলায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

কলম্বিয়ার প্রসিকিউটরের কার্যালয় শনিবার জানিয়েছে, আটক এই দুজনের বিরুদ্ধে হত্যাসহ অন্যান্য গুরুতর অভিযোগ আনা হয়েছে।

বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এই হামলাটি গত বৃহস্পতিবার ক্যালিতে সংঘটিত হয়, যা দেশটির এক দশকের মধ্যে দেশের সবচেয়ে খারাপ নিরাপত্তা সংকটের মধ্যে ঘটে। একই দিনে আরেকটি গেরিলা গোষ্ঠী উত্তর-পশ্চিমে একটি ড্রোন এবং রাইফেল দিয়ে একটি হেলিকপ্টার ভূপাতিত করার পর ১৩ জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।

কর্তৃপক্ষ এই হামলার জন্য দুটি ভিন্নমতাবলম্বী গোষ্ঠীকে দায়ী করেছে, যারা ২০১৬ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছে এবং একসময়কার শক্তিশালী বিপ্লবী সশস্ত্র বাহিনী কলম্বিয়া (এফএআরসি) থেকে আলাদা হয়ে গেছে।

প্রসিকিউটরের কার্যালয় শনিবার এক্স-এ এক বার্তায় জানিয়েছে যে, জেইম মার্টিনেজ ফ্রন্ট অফ দ্য সেন্ট্রাল জেনারেল স্টাফ (ইএমসি) এর সদস্য ওয়াল্টার ইয়োন্ডা এবং

কার্লোস ওবান্দো অ্যাকুইরের বিরুদ্ধে গুরুতর হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

দোষী সাব্যস্ত হলে তাদের ৫০ বছরের কারাদণ্ড হতে পারে।

এই দম্পতির বিরুদ্ধে অ্যামোনিয়াম নাইট্রেট-ভিত্তিক বিস্ফোরক এবং মর্টার গ্রেনেডের সিলিন্ডার বহনকারী দুটি ট্রাক পরিবহন এবং সক্রিয় করার অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার কলম্বিয়ার তৃতীয় সর্বাধিক জনবহুল শহর ক্যালিতে একটি সামরিক বিমান চলাচল স্কুলের সামনে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো শুক্রবার এক্স-এ এক বার্তায় ঘোষণা করেছেন যে, জেইম মার্টিনেজের সদস্য ডিওমার ম্যানসিলাকে ‘বেসামরিক জনগণের ওপর আক্রমণে’ অংশগ্রহণের পর গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ শনিবার সাংবাদিকদের বলেন যে সরকার দেশে ‘হুমকি মোকাবেলা’ করার জন্য সমস্ত শক্তি মোতায়েন করছে।

তিনি, মাদক পাচার, চাঁদাবাজি এবং অবৈধ খনির মাধ্যমে লাভবান ভিন্নমতাবলম্বী গেরিলা গোষ্ঠী, আধাসামরিক বাহিনী এবং কার্টেলগুলোর বিরুদ্ধে লড়াইয়ের সমন্বয় সাধনের জন্য উত্তর-পশ্চিম কলম্বিয়ার অ্যান্টিওকিয়া বিভাগের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

সাম্প্রতিক কয়েক ডজন হামলার জন্য গেরিলাদের দায়ী করা হয়েছে, যার মধ্যে একজন রক্ষণশীল প্রেসিডেন্ট প্রার্থীর হত্যাকাণ্ডও অন্তর্ভুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০