ইউক্রেনের স্বাধীনতা দিবসে কিয়েভে পৌঁছেছেন কানাডার প্রধানমন্ত্রী

বাসস
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৩:৫৮ আপডেট: : ২৪ আগস্ট ২০২৫, ১৪:১৫

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের অবসানের জন্য বিশ্ব নেতারা যখন চাপ দিচ্ছেন, ঠিক সেই সময়ে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার কিয়েভে পৌঁছেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাজধানীতে অবতরণের সময় কার্নি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বার্তায় লিখেছেন, ইউক্রেনের স্বাধীনতা দিবসে এবং তাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে কানাডা ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির লক্ষ্যে আমাদের সমর্থন ও প্রচেষ্টা বাড়িয়ে তুলছে।

কানাডিয়ান সম্প্রচারক সিবিসি জানিয়েছে, ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে কার্নিকে ‘বিশেষ অতিথি’ হিসেবে কিয়েভে আমন্ত্রণ জানানো হয়েছিল।

কিয়েভে পৌঁছানোর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করা একটি ভিডিওতে কার্নি বলেন, ‘ইউক্রেনের প্রতি কানাডার সমর্থন অটল এবং আমরা আপনার সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে এবং আপনার দেশের জন্য আপনার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আপনার প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে আছি।’ 

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তার সফর এমন এক সময় এলো যখন রাশিয়ান বাহিনী তিন বছরের ক্ষয়িষ্ণু সংঘাতে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করছে। মস্কো শনিবার ঘোষণা করেছে যে, তারা পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক অঞ্চলের দুটি গ্রাম দখল করেছে।

যুদ্ধের অবসানের প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টদের মধ্যে শীর্ষ সম্মেলনের সম্ভাবনা ম্লান হয়ে যাওয়ার পর, কার্নির এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

অতি সম্প্রতি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আহ্বানে যোগ দিয়েছেন।

অতি সম্প্রতি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা রাশিয়ার  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ইউক্রেনীয় প্রতিপক্ষ ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আহ্বান জানিয়ে কোরাসে যোগ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০