ইসরাইলি হামলায় ইয়েমেনে নিহত ৬, আহত ৮৬

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:০০

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ইয়েমেনের রাজধানী সানায় রোববার ইসরাইলের হামলায় কমপক্ষে ছয় জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছে। 

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বরাত দিয়ে সানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

গাজা যুদ্ধের সময় হুথিরা বারবার ইসরাইলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এএফপি কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিদ্রোহী-অধিকৃত রাজধানীর আকাশে একটি বিশাল আগুনের গোলা ও ঘন কালো ধোঁয়া নির্গত হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হুথি-নিয়ন্ত্রিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি হামলায় কমপক্ষে ছয় ব্যক্তি নিহত এবং ৮৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২০ জনেরও বেশি মানুষের অবস্থা গুরুতর।

হুথিদের একটি নিরাপত্তা সূত্র এএফপি-কে জানিয়েছে যে, সানার মধ্যাঞ্চলে একটি ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। 

অন্যদিকে তাদের আল-মাসিরাহ টিভি জানিয়েছে যে, সানার দক্ষিণে একটি তেল কোম্পানির স্থাপনা ও একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালানো হয়েছে। 

এই হামলাগুলো গত গতকাল রোববার হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অবস্থিত একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি জ্বালানি ডিপোকে আঘাত করেছে।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইল রাষ্ট্র ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুতিদের বারবার হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে।’

ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবারের সন্ধ্যায় হুথিরা ইসরাইলকে লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ‘মাঝ আকাশে ক্ষেপণাস্ত্রটি টুকরা টুকরা হয়ে গেছে’।

ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল ও ওয়াইনেট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে একটি ক্লাস্টার ওয়ারহেড ছিল। এটি ইয়েমেন থেকে ছোড়া এই ধরনের প্রথম ক্ষেপণাস্ত্র বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেন ন্যাটো প্রধান
রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সম্পাদক সোহেল, সহ-সভাপতি সাজু
বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির
ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: পুতিন 
বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন: চীনা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
ডিএসসিসি’র পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত  
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪
টঙ্গীর তুরাগের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
১০