পশ্চিম তীরের গ্রামে শত শত গাছ উপড়ে ফেলেছে ইসরাইল

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:১৫

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : অধিকৃত পশ্চিম তীরের আল-মুগাইর গ্রামে ইসরাইলি সামরিক বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে শত শত গাছ উপড়ে ফেলা হয়েছে। এমনটাই জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত এএফপির সাংবাদিকরা।

ফিলিস্তিনি অঞ্চলের আল মুগাইর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

উপড়ে ফেলা বেশিরভাগ গাছই জলপাই গাছ, যা পশ্চিম তীরের অর্থনীতি ও সংস্কৃতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জলপাই বাগানগুলো দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি কৃষক ও ইসরাইলি বসতি স্থাপনকারীদের মধ্যে সংঘাতের একটি প্রধান কারণ।

রামাল্লার কাছে অবস্থিত এই গ্রামের স্থানীয় কৃষক আবদেলাতিফ মোহাম্মদ আবু আলিয়া জানান, প্রায় এক হেক্টর জমিতে তার ৭০ বছরের পুরোনো জলপাই গাছগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। 

তিনি বলেন, মিথ্যা অজুহাতে তারা পুরো জমি সমান করে দিয়েছে। তিনি আরো জানান, তিনি ও অন্যান্য গ্রামবাসীরা উপড়ে ফেলা গাছগুলো পুনরায় রোপণ করা শুরু করেছেন।

এএফপির ফটোগ্রাফাররা ঘটনাস্থলে গিয়ে দেখেছেন যে মাটি উল্টে আছে, জলপাই গাছগুলো মাটিতে পড়ে আছে এবং গ্রামের চারপাশে পাহাড়ের ওপর কয়েকটি বুলডোজার কাজ করছে। একটি বুলডোজারে ইসরাইলি পতাকা লাগানো ছিল এবং কাছেই ইসরাইলি সামরিক যানবাহন কাছাকাছি   দাঁড় করানো বা পার্ক করা ছিল।

ঘাসান আবু আলিয়া একটি স্থানীয় কৃষি সংস্থার নেতৃত্ব দেন। তিনি বলেন, ইসরাইলের লক্ষ্য হলো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং গ্রামবাসীদের চলে যেতে বাধ্য করা। এটা কেবল শুরু, ধীরে ধীরে পুরো পশ্চিম তীর জুড়ে এটা ছড়িয়ে পড়বে। গ্রামবাসীরা জানিয়েছেন, বুলডোজার দিয়ে কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। 

একটি ফিলিস্তিনি এনজিও জানিয়েছে, গত তিন দিনে গ্রামটি থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনা সম্পর্কে জানতে চাইলে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা বিষয়টি খতিয়ে দেখছে। এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তারা আল-মুগাইর থেকে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার বিরুদ্ধে কাছাকাছি স্থানে একটি সন্ত্রাসী হামলার জন্য দায়ী থাকার অভিযোগ রয়েছে।

গত ১৬ আগস্ট ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায় যে একই গ্রামে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ১৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।

সেনাবাহিনী জানিয়েছে, ‘সন্ত্রাসীরা’ পাথর ছুঁড়েছিল এবং তাদের বাহিনী তার জবাব দিয়েছে। তবে তারা সরাসরি যুবকের মৃত্যুর ঘটনার সাথে যুক্ত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০