ইসরাইলি বিমান হামলায় গাজায় নিহত ৪২ 

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:৫৩

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ইসরাইলি বাহিনী রোববার গাজায় বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শহর গাজায় নতুন করে হামলার প্রস্তুতি নেওয়ার সময় ইসরাইলি বাহিনীর ওই হামলায় নিহতের সংখ্যা ৪২ জনে দাঁড়িয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ইসরাইলি বাহিনী গাজা শহরের আশেপাশে বেশ কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। শহরটি দখল করার জন্য সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে। ইসরাইল আল-সাবরায় হামলা চালিয়েছে এবং হামলায় আটজন নিহত হয়েছে। 

তিনি বলেন, ভূখণ্ডের অন্যান্য স্থানেও হামলার খবর পাওয়া গেছে, ‘নিহতের সংখ্যা বর্তমানে ৪২ জনে দাঁড়িয়েছে’।

ইসরাইল সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই সংখ্যা সম্পর্কে কোনো মন্তব্য করেনি।

আল-সাবরার বাসিন্দা ইব্রাহিম আল-শুরাফা এএফপিকে বলেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। প্রতিদিন, প্রতি মিনিটে, বোমা হামলায় শহীদ, মৃত্যু এবং রক্তপাত হচ্ছে। আমরা আর এটা সহ্য করতে পারছি না। তিনি আরো বলেন, হামলা এবং গোলাগুলি অব্যাহত রয়েছে।  

গাজায় গণমাধ্যমের ওপর বিধিনিষেধ এবং অনেক এলাকায় প্রবেশাধিকারে অসুবিধার কারণে এএফপি স্বাধীনভাবে নিহতরে সংখ্যা এবং বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এবং অন্যান্য পক্ষের দেওয়া বিবরণ যাচাই করতে পারেনি।

সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির একটি হিসাব অনুসারে জানা গেছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের হামলায় যুদ্ধের সূত্রপাত হয়। হামলায় ১ হাজার ২শ’ ১৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক। 

হামাস-নিয়ন্ত্রিত গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলের হামলায় কমপক্ষে ৬২ হাজার ৬শ’ ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশ নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা
বিএনপি নেতা মামুন হত্যা : আওয়ামী লীগ নেতা কাজল মোল্লাসহ ৬ জনের যাবজ্জীবন
আইসিটি খাতের অনিয়ম-দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নে তথ্য আহ্বান
রাঙ্গামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা 
সাতক্ষীরায় নতুন কুঁড়ি’র প্রচার বিষয়ক সভা
ভোলায় বিশ্বব্যাংকের সহায়তায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দুটি মৎস্য অবতরণ কেন্দ্র
নিরাপদ সমুদ্র পর্যটনের জন্য জরুরি নির্দেশনা
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 
মানিকগঞ্জে ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার 
ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও মিত্রদের যৌথ সামরিক মহড়া শুরু 
১০