কলম্বিয়াগামী বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে ইকুয়েডর

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১২:৪৫

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : ইকুয়েডরের পুলিশ পেরু সীমান্ত থেকে কলম্বিয়ার দিকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণসহ একটি বিপুল চালান আটক করেছে। 

রোববার দেশটির পুলিশের বরাত দিয়ে কুইটো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

পুলিশ জানায়, ট্রাকটি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছিল।

কলম্বিয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময় এই বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণের চালানটি জব্দ করা হলো। 

গত বৃহস্পতিবার দুটি গেরিলা হামলা হয়েছে। যার মধ্যে একটিতে ট্রাক বোমা  হামলা হয়েছে। 

এ হামলায়  ১৯ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

ইকুয়েডরের পুলিশ জানিয়েছে যে, তারা কলম্বিয়া সীমান্তে একটি অভিযান চালিয়ে ৩ হাজার ৭শ’ ৫০টি বিস্ফোরক ইমালসন কার্তুজ ও বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করেছে।

পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় জানিয়েছে,  আমরা বিস্ফোরক পদার্থ শনাক্ত করেছি, যা কলম্বিয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

অভিযানের সময় একজন পুরুষ ও একজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে যে, ছোট ট্রাকটির ভেতরে প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরক মোড়ানো ছিল।

সান গ্যাব্রিয়েল শহরে একটি নিয়মিত তল্লাশির সময় পুলিশ এই বিস্ফোরক দ্রব্যগুলো জব্দ করে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিপুল তল্লাশির পর দেখা যায় যে, গাড়িটিতে প্রচুর পরিমাণে বিস্ফোরক লুকিয়ে রাখা হয়েছিল।’ 

বৃহস্পতিবার গ্রীষ্মমন্ডলীয় কলম্বিয়ার ক্যালি শহরের একটি ব্যস্ত রাস্তায় একটি ট্রাক বোমা বিস্ফোরণের পর এটি  সন্ধান পাওয়া যায়। 

ওই ট্রাক বোমা বিস্ফোরণের ফলে ছয় জন বেসামরিক লোক নিহত এবং ৬০ জনেরও বেশি লোক আহত হয়।

মাত্র কয়েক ঘন্টা আগে, কলম্বিয়ার উত্তর-পশ্চিমে মেডেলিন শহরের কাছে কোকেন উৎপাদনে ব্যবহৃত কোকা ফসল ধ্বংস করার জন্য পুলিশের এক পুলিশ অভিযানকালে গেরিলারা পুলিশের ওপর আক্রমণ করে। 
গেরিলারা এ সময়ে একটি পুলিশ হেলিকপ্টারকে গুলি করে ভূপাতিত করে। এই ঘটনায় ১৩ জন কর্মকর্তা নিহত হন।

কর্তৃপক্ষ এই হামলার জন্য প্রতিদ্বন্দ্বী গেরিলা গোষ্ঠীগুলোকে দায়ী করেছে, যারা ২০১৬ সালের শান্তি চুক্তির বিরোধিতা করেছে এবং এক সময়কার শক্তিশালী বিপ্লবী সশস্ত্র বাহিনী কলম্বিয়া (এফএআরসি) থেকে আলাদা হয়ে গেছে।

কলম্বিয়ার অনেক সশস্ত্র গোষ্ঠী একসময় বামপন্থী বা ডানপন্থী মতাদর্শের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।  

এখন কার্যত মাদক কার্টেল, লাভজনক কোকেন ব্যবসার মাধ্যমে নিজেদের অর্থায়ন করে।

ক্যালি ট্রাক বোমা হামলার ঘটনায় শনিবার দুই গেরিলাকে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০