প্যারিসের সেন নদীতে চারজনকে হত্যার অভিযোগে সন্দেহভাজন অভিযুক্ত আটক

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৩:৫১

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : একজন ফরাসি বিচারক প্যারিসের সেন নদীতে চারটি মৃতদেহ পাওয়ার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গৃহহীন এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। তবে তার জাতীয়তা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দেশটির প্রসিকিউটররা এ তথ্য জানিয়েছেন।

ফ্রান্সের সিআর টেইল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত ১৩ আগস্ট দক্ষিণ-পূর্ব শহরতলির চোইসি-লে-রোইয়ের নদীতে কিছু আংশিক নগ্ন মৃতদেহ পাওয়া যায়। ট্রেনের যাত্রী একটি মৃতদেহ নদীতে ভাসতে দেখার পর মৃতদেহ গুলো উদ্ধার করা হয়।

সন্দেহভাজন এক ব্যক্তিকে বুধবার আটক করা হয়েছে। ওই ব্যক্তির আইনজীবী আন্তোইন ওরি এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, তার বয়স ২০ বছর হতে পারে। তিনি গৃহহীন এবং তার জাতীয়তা জানা যায়নি।

প্রসিকিউটররা বলেছেন, ওই ব্যক্তি হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে তদন্তকারীরা সন্দেহভাজন ব্যক্তির সাথে নিহত চারজনের প্রত্যেকের সাথে একটি যোগসূত্র পেয়েছেন। নিহতরা হলেন, ২১ বছর বয়সী আলজেরিয়ান এবং একজন ২৬ বছর বয়সী তিউনিশিয়ান উভয়ই গৃহহীন। ৪৬ বছর বয়সী এক ফরাসি এবং ২১ বছর বয়সী আলজেরিয়ান এক ব্যক্তি।

প্রসিকিউটররা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি যেখানে ঘুরে বেড়াত, সেই নদীর ধারে এই চারজনকেই দেখা গিয়েছিল।

নদী থেকে তোলার সময় দুটি মৃতদেহ আংশিকভাবে নগ্ন ছিল। দুজনকে শ্বাসরোধ করে হত্যা করার চিহ্ন দেখা গেছে।

সন্দেহভাজন ওই ব্যক্তিকে ৫ আগস্ট গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা নথিপত্রগুলো একজন ভুক্তভোগীর বলে প্রমাণিত হয়েছে।

ওরি বলেন, তার মক্কেল ‘পুলিশ হেফাজতের সময় এবং তদন্তকারী বিচারকের সামনে নীরব থাকার অধিকার প্রয়োগ করেছেন’। তবে বিচার বিভাগীয় তদন্তের সময় তিনি পরে তার ব্যাখ্যা দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেন ন্যাটো প্রধান
রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সম্পাদক সোহেল, সহ-সভাপতি সাজু
বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির
ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: পুতিন 
বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন: চীনা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
ডিএসসিসি’র পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত  
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪
টঙ্গীর তুরাগের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
১০