প্যারিসের সেন নদীতে চারজনকে হত্যার অভিযোগে সন্দেহভাজন অভিযুক্ত আটক

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৩:৫১

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস) : একজন ফরাসি বিচারক প্যারিসের সেন নদীতে চারটি মৃতদেহ পাওয়ার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গৃহহীন এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। তবে তার জাতীয়তা ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দেশটির প্রসিকিউটররা এ তথ্য জানিয়েছেন।

ফ্রান্সের সিআর টেইল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত ১৩ আগস্ট দক্ষিণ-পূর্ব শহরতলির চোইসি-লে-রোইয়ের নদীতে কিছু আংশিক নগ্ন মৃতদেহ পাওয়া যায়। ট্রেনের যাত্রী একটি মৃতদেহ নদীতে ভাসতে দেখার পর মৃতদেহ গুলো উদ্ধার করা হয়।

সন্দেহভাজন এক ব্যক্তিকে বুধবার আটক করা হয়েছে। ওই ব্যক্তির আইনজীবী আন্তোইন ওরি এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, তার বয়স ২০ বছর হতে পারে। তিনি গৃহহীন এবং তার জাতীয়তা জানা যায়নি।

প্রসিকিউটররা বলেছেন, ওই ব্যক্তি হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে তদন্তকারীরা সন্দেহভাজন ব্যক্তির সাথে নিহত চারজনের প্রত্যেকের সাথে একটি যোগসূত্র পেয়েছেন। নিহতরা হলেন, ২১ বছর বয়সী আলজেরিয়ান এবং একজন ২৬ বছর বয়সী তিউনিশিয়ান উভয়ই গৃহহীন। ৪৬ বছর বয়সী এক ফরাসি এবং ২১ বছর বয়সী আলজেরিয়ান এক ব্যক্তি।

প্রসিকিউটররা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি যেখানে ঘুরে বেড়াত, সেই নদীর ধারে এই চারজনকেই দেখা গিয়েছিল।

নদী থেকে তোলার সময় দুটি মৃতদেহ আংশিকভাবে নগ্ন ছিল। দুজনকে শ্বাসরোধ করে হত্যা করার চিহ্ন দেখা গেছে।

সন্দেহভাজন ওই ব্যক্তিকে ৫ আগস্ট গ্রেফতার করা হয়েছে। তার কাছে থাকা নথিপত্রগুলো একজন ভুক্তভোগীর বলে প্রমাণিত হয়েছে।

ওরি বলেন, তার মক্কেল ‘পুলিশ হেফাজতের সময় এবং তদন্তকারী বিচারকের সামনে নীরব থাকার অধিকার প্রয়োগ করেছেন’। তবে বিচার বিভাগীয় তদন্তের সময় তিনি পরে তার ব্যাখ্যা দেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০