গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৬:৪২

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): ইসরাইলি হামলায় মাত্র দুই সপ্তাহ আগে কাতার-ভিত্তিক আল জাজিরার কর্মী ও ফ্রিল্যান্সার মিলে মোট ছয়জন নিহত হওয়ার পর আল জাজিরা সোমবার জানিয়েছে, গাজায় তাদের এক সাংবাদিক নিহত হয়েছেন। 

দোহা থেকে এএফপি আজ এ খবর জানিয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদ নেটওয়ার্কটি জানিয়েছে, একটি মেডিকেল ভবনে হামলায় ফটোসাংবাদিক ও ক্যামেরাম্যান মোহাম্মদ সালামা নিহত হয়েছেন। ওই হামলায় মোট ১৪ জন নিহত হয়েছেন।

আল জাজিরার এক মুখপাত্র এএফপি’কে বলেছেন, তার মৃত্যু ‘নিশ্চিত’ করা হয়েছে।

চলতি মাসের শুরুতে গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে ইসরাইলি বিমান হামলায় আল জাজিরার চার কর্মী এবং দুই ফ্রিল্যান্সার নিহত হলে ব্যাপক নিন্দা জানানো হয়।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে সাংবাদিকও রয়েছেন।

বাসাল বলেন, খান ইউনিসের নাসের হাসপাতালের একটি ভবন লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালানো হয়। এরপর আহতদের সরিয়ে নেওয়ার সময় বিমান হামলা চালানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করলেন ন্যাটো প্রধান
রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের সম্পাদক সোহেল, সহ-সভাপতি সাজু
বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির
ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে রাশিয়া লড়াই চালিয়ে যাবে: পুতিন 
বাংলাদেশে পাটভিত্তিক উৎপাদনে বড় বিনিয়োগে আগ্রহী চীন: চীনা এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট
ডিএসসিসি’র পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত  
হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪
টঙ্গীর তুরাগের তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
কোস্টগার্ডের অভিযানে কয়লা ও লাইটার ভেসেলসহ আটক ১২
১০