গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

বাসস
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১৬:৪২

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৫ (বাসস): ইসরাইলি হামলায় মাত্র দুই সপ্তাহ আগে কাতার-ভিত্তিক আল জাজিরার কর্মী ও ফ্রিল্যান্সার মিলে মোট ছয়জন নিহত হওয়ার পর আল জাজিরা সোমবার জানিয়েছে, গাজায় তাদের এক সাংবাদিক নিহত হয়েছেন। 

দোহা থেকে এএফপি আজ এ খবর জানিয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদ নেটওয়ার্কটি জানিয়েছে, একটি মেডিকেল ভবনে হামলায় ফটোসাংবাদিক ও ক্যামেরাম্যান মোহাম্মদ সালামা নিহত হয়েছেন। ওই হামলায় মোট ১৪ জন নিহত হয়েছেন।

আল জাজিরার এক মুখপাত্র এএফপি’কে বলেছেন, তার মৃত্যু ‘নিশ্চিত’ করা হয়েছে।

চলতি মাসের শুরুতে গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে ইসরাইলি বিমান হামলায় আল জাজিরার চার কর্মী এবং দুই ফ্রিল্যান্সার নিহত হলে ব্যাপক নিন্দা জানানো হয়।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা ১৪ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে সাংবাদিকও রয়েছেন।

বাসাল বলেন, খান ইউনিসের নাসের হাসপাতালের একটি ভবন লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালানো হয়। এরপর আহতদের সরিয়ে নেওয়ার সময় বিমান হামলা চালানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০