ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জালিয়াতির অভিযোগে ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে অবিলম্বে দায়িত্ব থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন। স্বাধীন কেন্দ্রীয় ব্যাংকের ওপর তার চাপ বৃদ্ধির পদক্ষেপেরই অংশ হিসেবে ট্রাম্প বন্ধকী চুক্তির ব্যাপারে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ এনে সোমবার কুককে অবিলম্বে বরখাস্ত করার ঘোষণা দেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
যৌক্তিকতা হিসেবে ফেডারেল রিজার্ভ আইনের উল্লেখ করে ট্রাম্প কুককে সম্বোধন করা এক চিঠিতে লিখেছেন, ‘আমি নিশ্চিত যে আপনার পদ থেকে আপনাকে অপসারণের যথেষ্ট কারণ রয়েছে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের অপসারণের ক্ষমতা সীমিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক রায়ে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে ফেড কর্মকর্তাদের শুধুমাত্র কর্তব্যে অবহেলা বা অনিয়মের মতো সুনির্দিষ্ট কারণে অপসারণ করা যেতে পারে।
কিন্তু ট্রাম্প কুককে তার পদ থেকে অপসারণের ঘোষণায় তার একজন ঘনিষ্ঠ মিত্র ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালকের পক্ষ থেকে ১৫ আগস্ট মার্কিন অ্যাটর্নি জেনারেলের কাছে একটি ফৌজদারি রেফারেলের দিকে ইঙ্গিত করেছেন।
এখানে তিনি উল্লেখ করেন, ‘ফেডারেল রিজার্ভের বিশাল দায়িত্ব সুদের হার নির্ধারণ ও ব্যাংক নিয়ন্ত্রণ করা। বিষয়টি আর্থিক লেনদেনে এক ধরনের চরম অবহেলা। আর্থিক বিষয়ে আপনার প্রতারণামূলক ও সম্ভাব্য অপরাধমূলক আচরণের কারণে আমি আপনার সততার ওপর আস্থা রাখতে পারছি না।’
ট্রাম্প বলেন, রেফারেলটি ‘যথেষ্ট কারণ’ প্রদান করেছে তাতে বিশ্বাস করা যায় যে, কুক একাধিক বন্ধকী চুক্তিতে ‘মিথ্যা তথ্য’ দিয়েছেন।
এই মাসের শুরুতে, কুক এক বিবৃতিতে বলেছিলেন যে ‘পদত্যাগ করার জন্য হুমকির সম্মুখীন হওয়ার কোনও ইচ্ছা তার নেই’, তবে তিনি তার আর্থিক ইতিহাস বা বিবরণ সম্পর্কে প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে নেবেন।
ট্রাম্পের সর্বশেষ ঘোষণার বিষয়ে ফেড তাৎক্ষণিকভাবে এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করেনি।
সোমবার তার চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘অন্তত, বিষয়টি আর্থিক লেনদেনে এক ধরণের চরম অবহেলা প্রদর্শন করে যা একজন আর্থিক নিয়ন্ত্রক হিসেবে আপনার যোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।’
ট্রাম্প এই বছর ফেডের ওপর চাপ বাড়িয়ে চলেছেন, বারবার এর প্রধান জেরোম পাওয়েলকে মুদ্রাস্ফীতির তথ্য স্বাভাবিক থাকা সত্ত্বেও সুদের হার দ্রুত না কমানোর জন্য সমালোচনা করছেন।
তিনি পাওয়েলকে ‘অসাড়’ এবং ‘মূর্খ’ বলে অভিহিত করেছেন।
কুক ২০২২ সালের মে মাসে ফেড গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৩ সালের সেপ্টেম্বরে বোর্ডে পুনরায় নিযুক্ত হন। একই মাসের শেষের দিকে তিনি ২০৩৮ সাল মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন।
তিনি পূর্বে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে অর্থনৈতিক উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করেছেন।