গাজায় 'অধিকার লঙ্ঘনের' অভিযোগে ক্যাটারপিলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন নরওয়ের সম্পদ তহবিলের 

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১২:৫৫

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল সোমবার জানিয়েছে, ইসরাইল-হামাস যুদ্ধে অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংস্থাটি মার্কিন নির্মাণ সরঞ্জাম সংস্থা ক্যাটারপিলারের কাছ থেকে তাদের তহবিল সরিয়ে ফেলেছে।

অসলো থেকে এএফপি জানায়, নরওয়ের বিশাল জ্বালানি রাজস্ব দ্বারা পরিচালিত, তহবিলটি বিশ্বের বৃহত্তম, যার মূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলার এবং বিশ্বজুড়ে ৮ হাজার ৬০০ টিরও বেশি কোম্পানিতে এর বিনিয়োগ রয়েছে।

গত বছরের শেষ নাগাদ ক্যাটারপিলারে এই তহবিলের ১ দশমিক ২ শতাংশ শেয়ার ছিল, যার মূল্য ২৪ দশমিক ৪ বিলিয়ন ক্রোন (২.৪ বিলিয়ন ডলার)।

নরওয়ের কেন্দ্রীয় ব্যাংক তহবিলটি পরিচালনা করে। সংস্থাটি বলেছে, তারা ক্যাটারপিলারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কারণ এটি ‘যুদ্ধ ও সংঘাতের পরিস্থিতিতে ব্যক্তি অধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য একটি অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করেছে।

তহবিলটি বলেছে, এটি এর নৈতিকতার কাউন্সিলের সুপারিশের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছে।

এক বিবৃতিতে, কাউন্সিল বলেছে, ‘ক্যাটাপিলারের তৈরি বুলডোজারগুলো ইসরাইলি কর্তৃপক্ষ ফিলিস্তিনি সম্পত্তির ব্যাপক বেআইনি ধ্বংসে ব্যবহার করছে।’

সংস্থাটি বলেছে, ‘কোন সন্দেহ নেই যে ক্যাটারপিলারের পণ্যগুলো আন্তর্জাতিক মানবিক আইনের ব্যাপক ও পদ্ধতিগত লঙ্ঘন করতে ব্যবহৃত হচ্ছে।’

এটি আরও বলেছে যে কোম্পানিটি ‘এই ধরনের ব্যবহার প্রতিরোধের জন্য কোনও ব্যবস্থা বাস্তবায়ন করেনি।’

মন্তব্যের জন্য এএফপি ক্যাটারপিলারের সাথে যোগাযোগ করেছে।

তহবিলটি বলেছে, তারা ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে অর্থায়নের জন্য পাঁচটি ইসরাইলি সংস্থা থেকেও প্রত্যাহার করেছে। এর মধ্যে রয়েছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্যাংক অফ ইসরাইল, এফআইবিআই হোল্ডিংস, ব্যাংক লিউমি লে-ইসরাইল, মিজরাহি তেফাহোট এবং ব্যাংক হাপোয়ালিম।

এই মাসের শুরুতে, তহবিলটি বলেছিল, গাজায় যুদ্ধের তীব্রতা সত্ত্বেও তারা একটি ইসরাইলি জেট ইঞ্জিন প্রস্তুতকারকের কাছে বিনিয়োগ করেছে বলে প্রতিবেদন প্রকাশের পর তারা ১১টি ইসরাইলি কোম্পানি বিক্রি করে দিচ্ছে।

এই তথ্য প্রকাশের পর প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর এবং অর্থমন্ত্রী ও সাবেক ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গকে পর্যালোচনার জন্য অনুরোধ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০