মালির কর্মীর অবিলম্বে মুক্তির আহ্বান জাতিসংঘ বিশেষজ্ঞদের

বাসস
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৩:৩৬

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : জাতিসংঘের বেশ কয়েকজন বিশেষজ্ঞ সোমবার মালির কর্তৃপক্ষকে অ্যাক্টিভিস্ট ক্লেমেন্ট মামাদু ডেম্বেলেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মামাদু বিচারকের মুক্তির আদেশ সত্ত্বেও ২০২৩ সালের নভেম্বর থেকে কারাগারে রয়েছেন।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ডেম্বেলে একজন শিক্ষাবিদ ও দুর্নীতিবিরোধী কর্মী (অ্যাক্টিভিস্ট)। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি অডিও বার্তায় মালির জান্তা প্রধান এবং বর্তমানে প্রেসিডেন্ট জেনারেল আসিমি গোইতাকে মৃত্যুর হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন।

কিন্তু রেকর্ডিংটি যাচাইয়ের দায়িত্বে নিযুক্ত একজন স্বাধীন ফরেনসিক বিশেষজ্ঞ এই সিদ্ধান্তে উপনীত হন যে, অডিওতে থাকা কণ্ঠস্বর ডেম্বেলের নয়।

মালির জাতীয় সাইবার অপরাধ ইউনিটের একজন বিচারক তখন মামলাটি খারিজ করে দেন। যার ফলে প্রসিকিউটররা আপিল করেন।

২০২০ ও ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে মালিতে ক্ষমতা গ্রহণের পর থেকে, পশ্চিম আফ্রিকার দেশটির সামরিক শাসকরা সমালোচকদের ওপর চাপ বাড়িয়েছেন।

জাতিসংঘের বিশেষজ্ঞরা এক বিবৃতিতে বলেছেন, ‘এই মামলাটি মালিতে বিরোধী রাজনৈতিক দল, নাগরিক সমাজ সংগঠন, সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ক্রমাগত ধরণকে প্রতিফলিত করে’।

ডেম্বেলেকে মুক্তি দেওয়ার জন্য আদালতের আদেশ জারি করা হয়েছিল। কিন্তু জাতিসংঘের বিশেষজ্ঞরা  জাতিসংঘের পক্ষে কথা বলেননি। এরা মানবাধিকার কাউন্সিল (এইচআরসি) দ্বারা নিযুক্ত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০