ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রে কিছু ডাক সেবা স্থগিত করা দেশগুলোর সঙ্গে যোগ দিয়েছে অস্ট্রেলিয়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন শুল্ক আরোপকে কেন্দ্র করে জটিল ও দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি’র কথা উল্লেখ করে মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
খবর সিডনি থেকে এএফপি।
অস্ট্রেলিয়া পোস্ট জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পুয়ের্তো রিকোর পাঠানো বেশিরভাগ পণ্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর গ্রহণ করা হবে না। তবে ১০০ মার্কিন ডলারের কম মূল্যের উপহার চিঠি এবং নথি স্থগিতাদেশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ পদক্ষেপের আগে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ভারত ও নিউজিল্যান্ডসহ আরও কয়েকটি ডাক ও কুরিয়ার সেবা প্রতিষ্ঠান একই ধরনের ব্যবস্থা নিয়েছে। তাইওয়ানও মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে পণ্য ধরনের ডাক পাঠানো বন্ধ করার ঘোষণা দিয়েছে।
ট্রাম্প প্রশাসন জানিয়েছে যে ২৯ আগস্ট থেকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ছোট প্যাকেজের উপর কর ছাড় বাতিল করবে।
অস্ট্রেলিয়া পোস্টের নির্বাহী জেনারেল ম্যানেজার গ্যারি স্টার বলেন, কোম্পানিটি গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য এবং প্রতিযোগিতামূলক ডাক পরিষেবা প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করছে।
আমরা হতাশ যে আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে, তবে জটিল এবং দ্রুত বিকশিত পরিস্থিতির কারণে আমাদের গ্রাহকদের জন্য একটি কার্যকর সমাধান বের করা এবং তা বাস্তবায়ন করতে অস্থায়ী আংশিক স্থগিতাদেশ প্রয়োজনীয় হয়ে পড়েছে।